ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি খলিল: শ্রদ্ধায় স্মরণীয়

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শক্তিমান অভিনেতা খলিল উল্লাহ খান এক অনন্য নাম। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে গেছেন তিনি। ছোট ও বড়পর্দায় তার অভূতপূর্ব উপস্থিতি, আট শতাধিক সিনেমায় অভিনয়, ও বিভিন্ন সম্মাননা অর্জন তাকে এ দেশের চলচ্চিত্রের অন্যতম প্রধান নায়কে পরিণত করেছে।

২০১৪ সালের ৭ ডিসেম্বর এই মহান অভিনেতা চিরবিদায় নেন। জীবদ্দশায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। মৃত্যুর পরও তার স্মৃতিচিহ্ন জীবন্ত করে রাখতে পরিবারের পক্ষ থেকে প্রতি বছর আয়োজন করা হয় দোয়া মাহফিল।

খলিল উল্লাহ খানের মেজ ছেলে মুসা খান জানান, “আমাদের বাবার পরিশ্রম ছিল অসাধারণ। প্রতিদিন সকালে অফিসে যেতেন এবং সন্ধ্যায় টিভির শুটিংয়ে। পরিবারের জন্য তার এই নিবেদন কখনো ভোলার নয়। কিন্তু তার মৃত্যুর পর চলচ্চিত্র জগত থেকে কেউ আমাদের খোঁজ নেয়নি। শুধু আলমগীর আঙ্কেলের সঙ্গে যোগাযোগ রয়েছে।”

১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে জন্ম নেওয়া খলিল উল্লাহ খান একাধারে ছিলেন টিভি ও চলচ্চিত্রাভিনেতা। ১৯৫৯ সালে কলিম শরাফী ও জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন। এরপর একের পর এক সফল সিনেমায় তার প্রতিভার ছাপ রেখে গেছেন। আলমগীর কুমকুম পরিচালিত ‘গুন্ডা’ সিনেমায় তার অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

চলচ্চিত্রের পাশাপাশি খলিলের টিভি নাটকেও ছিল অবিস্মরণীয় অবদান। আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’-এ ‘মিয়ার ব্যাটা’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

শক্তিমান এই অভিনেতার মৃত্যু বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বাঙালি জাতি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




‘টু বি অর নট টু বি’: জাকিয়া বারী মমর নতুন নাটক

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম আবারও আলোচনায় আসছেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটক ‘টু বি অর নট টু বি’ নিয়ে। নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে মমকে।

২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এক ধর্ষণের ঘটনা নাটকটির মূল প্রেক্ষাপট। সেই হৃদয়বিদারক ঘটনার ছায়া নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

নাটকটি নিয়ে জাকিয়া বারী মম বলেন, “কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনা মনে পড়ল। এ ধরনের চরিত্রে কাজ করা মানসিকভাবে অত্যন্ত কঠিন। কিন্তু একজন অভিনয়শিল্পী হিসেবে এমন চরিত্রে কাজ করাটা আমার দায়িত্ব।”

তিনি আরও যোগ করেন, “ধর্ষণ হলো এক নিকৃষ্টতম অপরাধ, যা একজন নারীর জীবনে গভীর প্রভাব ফেলে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা একজন নারীর জীবনে যে মানসিক ও সামাজিক প্রভাব ফেলে, সেই ভাবনা থেকেই নাটকটি নির্মিত হয়েছে।”

নাটকটিতে মমর পাশাপাশি অভিনয় করেছেন আজাদ আবুল কালাম এবং মোহাম্মদ ইকবাল হোসেন। নির্মাতা জানিয়েছেন, নাটকটি চলতি মাসেই ইউটিউবে মুক্তি পাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম