শুটিং সেটে দুর্ঘটনা, আহত অপূর্ব, ফারিণ ও পাভেল
রাজধানীর জিন্দা পার্কে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর শুটিং চলাকালে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পরিচালক কাজল আরেফিন অমি বিষয়টি নিশ্চিত করেছেন।
শুটিংয়ের সময় স্কুটি ড্রাইভিং দৃশ্য ধারণ করা হচ্ছিল। এ সময় স্কুটি থেকে পড়ে যান অপূর্ব, পাভেল ও ফারিণ। তবে অপূর্ব ও ফারিণ সামান্য আঘাত পেলেও পাভেলের আঘাত তুলনামূলক বেশি ছিল। দুর্ঘটনার পরপরই তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “আমাদের ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের একটি দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটে। অপূর্ব ভাই, ফারিণ এবং পাভেল কিছুটা আহত হন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা নিশ্চিত করেছেন তারা সবাই সুস্থ আছেন।”
বর্তমানে তিন তারকাই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খুব শিগগিরই তারা কাজে ফেরার আশা প্রকাশ করেছেন।