শুটিং সেটে দুর্ঘটনা, আহত অপূর্ব, ফারিণ ও পাভেল

রাজধানীর জিন্দা পার্কে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর শুটিং চলাকালে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পরিচালক কাজল আরেফিন অমি বিষয়টি নিশ্চিত করেছেন।

শুটিংয়ের সময় স্কুটি ড্রাইভিং দৃশ্য ধারণ করা হচ্ছিল। এ সময় স্কুটি থেকে পড়ে যান অপূর্ব, পাভেল ও ফারিণ। তবে অপূর্ব ও ফারিণ সামান্য আঘাত পেলেও পাভেলের আঘাত তুলনামূলক বেশি ছিল। দুর্ঘটনার পরপরই তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “আমাদের ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের একটি দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটে। অপূর্ব ভাই, ফারিণ এবং পাভেল কিছুটা আহত হন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা নিশ্চিত করেছেন তারা সবাই সুস্থ আছেন।”

বর্তমানে তিন তারকাই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খুব শিগগিরই তারা কাজে ফেরার আশা প্রকাশ করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ মুক্তি পাবে চলতি মাসেই

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ মুক্তির জন্য প্রস্তুত। আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী সিনেমাটি প্রদর্শিত হবে। এ উপলক্ষ্যে সম্প্রতি সিনেমাটির ট্রেইলার ‘Democracy Pvt. Ltd.’ মুক্তি পেয়েছে, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি পায় ‘৮৪০’ সিনেমার অফিসিয়াল পোস্টার। একই দিনে সিনেমাটির মুক্তির তারিখও প্রকাশ করা হয়। এই সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম এবং রাজশাহী ও নওগাঁর স্থানীয় অভিনয়শিল্পীরা।

সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহযোগিতায় রয়েছে ইম্প্রেস টেলিফিল্ম। সিনেমার চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম এবং সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। সাউন্ড ডিজাইনে ছিলেন রিপন নাথ। সম্পাদনার দায়িত্বে ছিলেন তাহসিন মাহিম এবং শিল্প পরিকল্পনায় ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী এবং মেকআপে ছিলেন মো. খাইরুল ইসলাম।

এর আগে ফারুকী ‘৪২০’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেন, যা বাংলাদেশে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলোকে স্যাটায়ার হিসেবে তুলে ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘৮৪০’ সিনেমায় সেই একই ধারার প্রতিফলন দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম