‘অভিনয় করতে করতেই মরে যেতে চাই’: রওনক হাসানের অভিব্যক্তি

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ আসন্ন ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রওনক হাসান। সম্প্রতি তিনি নিজের অভিনয়ের প্রতি ভালোবাসা এবং জীবনের গভীর আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

রওনকের আবেগঘন পোস্ট

২১ ডিসেম্বর ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রওনক হাসান একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, “গিটার বাজাতে বাজাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট পিকলু ভাই। আমিও এমনই মৃত্যু কামনা করি। অভিনয় করতে করতেই আমি চলে যাবো ওপারে।”

করোনাকালে ‘নকশী কাঁথার জমিন’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও বলেন, “এই সিনেমার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই আমরা ঝুঁকি নিয়ে কাজ করেছি। আপনাদের এই চলচ্চিত্র দেখার আমন্ত্রণ জানাই।’’

সিনেমার নির্মাণ ও প্রাপ্তি

‘নকশী কাঁথার জমিন’ পরিচালনা করেছেন আকরাম খান। হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমা ইতোমধ্যেই সাফল্যের স্বাক্ষর রেখেছে। এটি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে এবং ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল।

অভিনয়শিল্পীদের অংশগ্রহণ

এই সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং ফারিহা শামস সেঁওতি, আর দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে ইরেশ যাকের ও রওনক হাসানকে। মুক্তিযুদ্ধের পটভূমিতে এই চরিত্রগুলো গল্পের গভীরতা ও আবেগকে তুলে ধরবে বলে প্রত্যাশা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নতুন সিনেমায় রুনা খান, এক ভিন্নধর্মী চরিত্রে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। গ্ল্যামার লুকে হাজির হয়ে দর্শকদের রীতিমতো চমকে দেওয়া এই অভিনেত্রী এবার অভিনয় করতে যাচ্ছেন নতুন সিনেমায়।

রুনা খান ‘লীলা মন্থন’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করবেন, যেটি নির্মাণ করবেন জাহিদ হোসেন। সিনেমাটি শিশু বিক্রির ঘটনা নিয়ে নির্মিত হবে। এ বিষয়ে রুনা বলেন, “আমি সাধারণত জীবনঘনিষ্ঠ গল্পগুলোতে কাজ করতে বেশি পছন্দ করি, যেখানে চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যায়। ‘লীলা মন্থন’ এমনই একটি গল্প, আর আমার চরিত্রটিও খুবই চমৎকার।”

নির্মাতা জাহিদ হোসেন সিনেমাটির গল্পের বিস্তারিত তুলে ধরে বলেন, “এটি একটি শিশু বিক্রি নিয়ে গল্প। সিনেমায় দেখানো হবে কেন শিশু বিক্রি হচ্ছে, বিক্রির পর তাদের কী হচ্ছে, এবং এই চক্রের সঙ্গে জড়িতদের পরিচয়। এসব বিষয় তুলে ধরতে চাচ্ছি।”

শুটিংয়ের ব্যাপারে নির্মাতা জানান, আগামী সপ্তাহে ‘লীলা মন্থন’ সিনেমার শুটিং শুরু হবে এবং জয়দেবপুর, গাজীপুর ও মানিকগঞ্জসহ বেশ কিছু স্থানে শুটিং করা হবে। শুটিংয়ের কাজ ডিসেম্বরে শেষ করার পরিকল্পনা রয়েছে এবং সিনেমাটি আগামী বছর ঈদুল আজহায় মুক্তি পেতে পারে।

এ সিনেমায় রুনা খান ছাড়াও অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠু প্রমুখ। এছাড়া, রুনা অভিনীত ‘বক’ ও ‘দাফন’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম