শাবনূরের সহজাত অভিনয়ে মুগ্ধ সহশিল্পীরা
বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর প্রায় এক যুগ ধরে অভিনয়ে অনিয়মিত হলেও, এখনো তিনি অনেকের কাছে আইডল। শাবনূরের সমসাময়িক নায়িকারা প্রায়ই উল্লেখ করেন যে, পরিচালকরা তাদের শাবনূরের মতো অভিনয়ের নির্দেশ দিতেন। শুটিং সেটে তার স্বভাবসুলভ আচরণ এবং অনন্য অভিনয় দক্ষতা তাকে আলাদা পরিচিতি দিয়েছে।
শাবনূরের সহশিল্পী অমিত হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন তার অভিজ্ঞতা। তিনি বলেন, “শাবনূর অবশ্যই ভালো অভিনেত্রী। তবে সে অভিনয়ের জন্য কখনো বেশি চিন্তা করত না। আমার মনে হয়, ওর ভেতর থেকেই অভিনয় আসে।”
অমিত হাসান স্মৃতিচারণ করে জানান, “প্রথমবার শাবনূরের সঙ্গে অভিনয়ের সময় আমি খুব সিরিয়াস ছিলাম। স্ক্রিপ্ট নিয়ে বসে থাকতাম। কিন্তু শাবনূর হাসিখুশি আর দুষ্টুমিতে ব্যস্ত ছিল। মনে হয়েছিল, সে হয়তো ভালো পারফর্ম করতে পারবে না। কিন্তু ক্যামেরার সামনে যখন অ্যাকশন হলো, তার অভিনয় দেখে আমি নিজেই বিভোর হয়ে গিয়েছিলাম।”
শাবনূর ও অমিত হাসানের জুটির বেশ কয়েকটি রোমান্টিক গান এখনো মানুষের মনে জায়গা করে আছে। তাদের অভিনীত “তুমি শুধু তুমি” সিনেমার গান “এই বুকেরই মাঝে সকালও সাঝে” এবং “ভুলনা আমায়” সিনেমার “একদিকে পৃথিবী একদিকে তুমি” উল্লেখযোগ্য।
অমিত হাসানের কথায় স্পষ্ট, শাবনূরের সহজাত অভিনয়শৈলী কেবল তার ভক্তদেরই নয়, সহশিল্পীদেরও মুগ্ধ করেছিল। এই কারণেই আজও তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম