‘প্রিয় মালতী’ সিনেমায় মুগ্ধ দর্শক

মেহজাবীন চৌধুরীর অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে সিনেমা দেখার পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ভালো গল্প এবং অর্থবহ কাজের মাধ্যমেই তিনি দর্শকদের মন জয় করতে চান।

সিনেমাটি মুক্তির প্রসঙ্গে মেহজাবীন বলেন, “যতদিন বেঁচে থাকব, অভিনয়ের সঙ্গে থাকতে চাই। অর্থবহ গল্পের সঙ্গে কাজ করতে চাই। এই সিনেমাটি দর্শকদের জন্য করেছি। আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন এবং মতামত দিন।”

তিনি আরও বলেন, “অনেক আগে চাইলে সিনেমায় নায়িকা হয়ে যেতাম। তবে তখন হয়তো দর্শকদের কাছ থেকে আজকের মতো ভালোবাসা পেতাম না। ভালো কাজের জন্য একটু সময় নেওয়া জরুরি। অভিজ্ঞতা এবং শেখার মাধ্যমে ভালো কাজ উপহার দেওয়া সম্ভব।”

‘প্রিয় মালতী’ সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত এবং যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। এতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এই সিনেমাটি আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি মেহজাবীনের প্রথম সিনেমা যা দেশীয় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নামভূমিকায়। মালতী রানী দাশ নামে এক নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র রূপায়ন করেছেন তিনি। মালতী তার জীবনের নানা সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায় এবং পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে শুরু করে জীবনের নতুন অধ্যায়।

প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখার জন্য উত্তেজিত মেহজাবীন বলেন, “এটি আমার প্রথম সিনেমা, যা বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে। অনুভূতিটা একদম ভিন্ন। আমি ভক্তদের ও প্রিয়জনদের সঙ্গে এটি দেখতে উদগ্রীব। আশা করি, সবার ভালো লাগবে।”

সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি জানান, “‘প্রিয় মালতী’র গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। মালতীর সংগ্রাম ও সমস্যাগুলো শুধুমাত্র তার একার নয়, এটি দেশের অনেক নারীর বাস্তবতা। অন্তঃসত্ত্বা মালতীর সামাজিক ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই সমাজের প্রচলিত নিয়ম-কানুনকে প্রশ্নবিদ্ধ করে। সিনেমাটি কেবল একটি গল্প নয়, বরং নারীর জীবনের কঠিন সত্য তুলে ধরেছে।”

মেহজাবীনের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন— নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



চলচ্চিত্রে ফিরছেন বাপ্পি চৌধুরী

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী তার অভিনীত সিনেমাগুলোর মাধ্যমে ঢালিউডে নিজস্ব অবস্থান গড়ে তুলেছিলেন। তবে দীর্ঘদিন ধরে তাকে দেখা যাচ্ছে না রুপালি পর্দায়। এবার তিনি ফিরছেন তার চিরচেনা রূপে। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ডেঞ্জার জোন’।

পরিচালক বেলাল সানি নির্মিত এ সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে দীর্ঘ পাঁচ বছর পর। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া সিনেমাটি নিয়ে নির্মাতা এবং অভিনেতা উভয়েই দারুণ আশাবাদী।

বেলাল সানি জানান, “সবকিছু ঠিক থাকলে ১৩ ডিসেম্বর দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন।”
অভিনেতা বাপ্পি চৌধুরী বলেন, “বছরের শেষ দিকে ‘ডেঞ্জার জোন’ মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শকদের এটি ভালো লাগবে।”

সিনেমাটিতে বাপ্পির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী জলি। এটি তাদের প্রথম কাজ একসঙ্গে। এছাড়া অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকারসহ আরও অনেকে।

সর্বশেষ গত বছর ‘শত্রু’ সিনেমায় দেখা গিয়েছিল বাপ্পি চৌধুরীকে। তবে এরপর থেকে শুটিং ফ্লোরে অনুপস্থিত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি কম।

বাপ্পির ভক্তরা অপেক্ষায় রয়েছেন তাকে আবারও পর্দায় দেখার। নতুন সিনেমাটি কতটা দর্শকপ্রিয়তা পাবে, তা জানার জন্য অপেক্ষা আর কয়েক দিনের।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শাকিব-নুসরাত জুটির নতুন চমক ‘বরবাদ’

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান তার অভিনীত সুপারহিট সিনেমাগুলোর মাধ্যমে বারবার আলোচনায় এসেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, এবং সর্বশেষ ‘দরদ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল, আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, টলিউডের মিমি চক্রবর্তী এবং বলিউডের সোনাল চৌহান। এবার এই নায়কের পরবর্তী সিনেমা ‘বরবাদ’-এ দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে।

২০১৮ সালে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নাকাব’ সিনেমায় প্রথমবার শাকিব খান ও নুসরাত জাহান জুটি বাঁধেন। দীর্ঘ পাঁচ বছর পর তারা আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এছাড়া সিনেমায় রয়েছেন টলিউডের আরেক নায়িকা ইধিকা পাল।

ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে, আর দ্বিতীয় লটের শুটিং শুরু হবে ডিসেম্বরে। এই সিনেমার একটি বিশেষ আইটেম গানে অংশ নিয়েছেন নুসরাত জাহান। মুম্বাইয়ে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।

নুসরাত জাহান ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় চমৎকার। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। আপাতত বিস্তারিত কিছু বলতে চাই না, তবে গানটির জন্য আমি অপেক্ষা করছি।”

অন্যদিকে, শাকিব খান জানিয়েছেন, সুপারহিট ‘তুফান’ সিনেমার দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। এটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম