বাউফলের কালাইয়া কলেজে হামলায় রিশাদ গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রিশাদকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আহত শিক্ষার্থীরা হলেন দ্বাদশ শ্রেণির সাব্বির হোসেন (১৭) ও জহিরুল ইসলাম (১৭)।

ঘটনার সূত্রপাত হয় কলেজের এক ছাত্রীকে ইভটিজিংকে কেন্দ্র করে। গত রোববার কলেজ প্রাঙ্গণে বহিরাগত কিশোর গ্যাং সদস্য আলভি, তাবজিল, হানিফ ও রিশাদ মিলে ওই ছাত্রীকে হয়রানি করে। বিষয়টি জানাজানি হলে তার সহপাঠীরা অভিযুক্তদের কলেজ থেকে বের করে দেয়। এর জের ধরে সোমবার বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে ১০-১৫ জন বহিরাগত কলেজে প্রবেশ করে সাব্বির ও জহিরুলকে ছুরিকাঘাত করে।

ঘটনার পর ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে রিশাদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের আগে তাকে থানায় নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনার মূল পরিকল্পনাকারী একটি কিশোর গ্যাং। ‘কমরেড’ নামের এই গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে আগেও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় এক প্রভাবশালী যুবলীগ নেতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো মামলা করতে সাহস পায় না।

থানার ওসি মো. কামাল হোসেন জানান, রিশাদকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে আধিপত্য নিয়ে বিএনপির সংঘর্ষ, আহত ৩০

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রামাইখাল এলাকায় এই সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার রাবনাবাদ নদীতে স্থানীয় জেলেরা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহতাব মিয়া নদীতে বিশাল এলাকাজুড়ে খুঁটা জাল পেতে রাখেন, যা দীর্ঘদিন ধরে অন্যান্য জেলেদের মাছ শিকারে সমস্যার সৃষ্টি করছিল।

শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতা মাহতাব ও স্বপন খান কলাপাড়া থেকে চম্পাপুরে যাওয়ার পথে রামাইখাল এলাকায় তাদের আটকানোর চেষ্টা করেন কয়েকজন জেলে। এ সময় জেলেরা স্বপন খানকে লাঠি দিয়ে আঘাত করেন।

শনিবার সকাল ১০টার দিকে সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল হাওলাদার ও ৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক রাজমনি বিষয়টি নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ফয়সাল হাওলাদার রাজমনিকে মারধর করেন। দুপুরে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হলে মাহতাব গ্রুপ এবং ফয়সাল মুন্সীর নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে অনেকেই গুরুতর আহত হওয়ায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ বলেন, “আমি হাসপাতালে আছি। পরে বিস্তারিত জানাব।”

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীর বাউফলে বিএনপি’র বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বগা ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা ও সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়।

বগা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাবুল সিকদারের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মো. মনির হোসেন। তিনি বিএনপির শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, “মনোনয়ন পেলে বাউফলকে একটি সুন্দর ও উন্নত উপজেলায় পরিণত করব।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাউফল উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি সিকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এবং সিনিয়র সদস্য আবুল কালাম মৃধা। সভায় সভাপতিত্ব করেন বগা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আনিচুর রহমান বাবুল মৃধা।

বক্তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদান তুলে ধরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ করেন। তারা জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলকে জয়যুক্ত করার আহ্বান জানান।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত জনগণকে মুগ্ধ করে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে কেনাফ চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

দেশে প্রথমবারের মতো পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারা পাট গবেষণা উপকেন্দ্রে উচ্চ ফলনশীল পাট জাতীয় কেনাফ ও কেনাফ শাকের বীজ উৎপাদন জনপ্রিয়করণ ও সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) অঙ্গ পার্টনার প্রকল্পের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেআরআই খামার ব্যবস্থাপনা ইউনিটের পিসও কৃষিবিদ ড. মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেআরআই’র সিএসও কৃষিবিদ ড. গোলাম মোস্তফা, কৃষিবিদ ড. এ কে এম শাহাদাৎ হোসেন এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পিএসও কৃষিবিদ মো. কামরুজ্জামান।

বক্তারা জানান, কেনাফ একটি উচ্চ ফলনশীল ফসল, যা রাস কীটনাশক এবং নিড়ানি ছাড়াই লবণাক্ত ও অনুর্বর জমিতে ভালোভাবে উৎপাদন করা যায়। এর চাষাবাদ কৃষকদের জন্য অধিক লাভজনক হতে পারে। তারা অনুর্বর জমিতে কেনাফ চাষ করে কৃষকদের লাভবান হওয়ার আহ্বান জানান।

কেনাফ চাষের মাধ্যমে কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




তালতলী ও পাতাকাটায় ধানক্ষেত থেকে দুই লাশ উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া এবং সদর উপজেলার পাতাকাটা এলাকার ধানক্ষেত থেকে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তালতলী ও সদর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

তালতলীর উদ্ধার হওয়া লাশের পরিচয় মিললেও পাতাকাটার লাশটির পরিচয় এখনও অজ্ঞাত।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ ইমরান জানান, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের আব্দুর রহিম (আউয়াল শিকদারের ছেলে) সকালে ৭টার দিকে বের হন। এরপর স্বজনরা তাকে আর খুঁজে পাননি। বিকেলে ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

অন্যদিকে, সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের একটি ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানিয়েছেন, লাশ উদ্ধারের ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভোলায় গৃহবধূর আত্মহত্যা: পারিবারিক কলহ নাকি অন্য কিছু?

ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে হাসিনা বেগম নামে ৪০ বছর বয়সী এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে তার মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসিনা বেগম উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া এলাকার বাসিন্দা দুলা মিয়া বাড়ির মো. মনিরের স্ত্রী। তিনি ছিলেন চার সন্তানের জননী।

স্বজনরা জানান, হাসিনার স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। দীর্ঘদিন ধরে এলাকায় থাকা হাসিনার সঙ্গে তার ননদ এবং বেয়াই-বেয়াইনের বিরোধ চলছিল। এই বিরোধের সমাধান না পাওয়ায় হতাশ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। ওই দিন সন্ধ্যায় পরিবারের কেউ ঘরে না থাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে তার মেয়েরা দরজা-জানালা বন্ধ দেখে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা টিন খুলে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যান থেকে হাসিনাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ দুমকির মনির, প্রয়োজন অর্থনৈতিক সহায়তা

পটুয়াখালীর দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের মনির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পেশায় পোশাক শ্রমিক মনির গত ২০ জুলাই গাজীপুর চৌরাস্তা এলাকায় গুলিবিদ্ধ হন এবং সেসময় থেকেই পঙ্গুত্ববরণ করে জীবনযুদ্ধে লড়ছেন।

মনির পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পুরো পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। মনিরের স্ত্রী ও তিন বছরের ছেলে ইসমাইলের ভরণপোষণ অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবারের অবস্থা এতটাই শোচনীয় যে হাসপাতালে মনিরের সঙ্গে থাকা দুই-তিনজনের খাবারের ব্যবস্থাও করতে হিমশিম খেতে হচ্ছে।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা পাওয়া গেলেও তা ইতিমধ্যে চিকিৎসার জন্য ব্যয় হয়ে গেছে। বর্তমানে পরিবারটি দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।

আর্থিক সহযোগিতার আবেদন জানিয়ে মনির বলেন, “টাকার অভাবে চিকিৎসা চালানো এবং পরিবারের দেখভাল করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ছি।”

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, “গুলিবিদ্ধ মনিরকে সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসন থেকেও তাকে সহায়তা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

মানুষের সাহায্য ছাড়া মনিরের চিকিৎসা এবং পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব নয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ষাটপাকিয়া এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫) এবং মাদারীপুর সদরের বাসিন্দা ও মোটরসাইকেল চালক মো. আল-আমীন সিরাজ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এর পরপরই মোটরসাইকেলটি সড়ক থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এবং নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তারা আরও জানান, এটি একটি দুঃখজনক ঘটনা, যা নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল চালনার কারণে ঘটেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় উপসচিবের মৃত্যু

বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন (৫৩) নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ড. ফরহাদ হোসেন মুলাদীর চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে। স্থানীয় একটি মাহফিলে অংশ নিতে তিনি মাহিন্দ্রা টেম্পুতে চরলক্ষ্মীপুর নন্দীরবাজার যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেম্পুটি মীরগঞ্জ ফেরিঘাট থেকে চারজন যাত্রী নিয়ে মুলাদী শহরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির কারণে হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে টেম্পুটি উল্টে যায়। এতে ড. ফরহাদ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে পৌঁছার আগেই ড. ফরহাদ মারা যান।

চরলক্ষ্মীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি ঢাকা থেকে রওনা হয়েছিলেন। তবে পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

মুলাদী থানার ওসি জহিরুল আলম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন যানবাহনই দুর্ঘটনার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রাঙ্গাবালীতে আমনের বাম্পার ফলন: কৃষকদের মুখে হাসি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। উপজেলার ছয়টি ইউনিয়নের মাঠজুড়ে দুলছে সোনালি ফসলের শীষ। ধান পাকতে শুরু করায় কৃষকরা এখন ধান কাটার উৎসবে মেতে উঠেছেন। কাটা-মাড়াই শেষে খরচ মিটিয়ে ধারদেনা পরিশোধ করতে পারবেন বলে আশাবাদী তারা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরে রাঙ্গাবালীতে ২৮,৪৬০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি সঠিক পরিচর্যার কারণে প্রত্যাশিত ফলন পেয়েছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন মাঠে ঘুরে দেখা যায়, ধানের শীষে ভরে উঠেছে জমি। অনেক জমিতে ধান কাটা শুরু হলেও কিছু নিচু জমির ধান কাটতে আরও কয়েকদিন সময় লাগবে। কৃষকদের মতে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে এবং ধান পাকতেও বেশি সময় লাগেনি।

কৃষকরা জানান, সব খরচ বাদ দিয়ে এবার তারা লাভবান হবেন বলে আশা করছেন। তবে স্থানীয় কৃষি অধিদপ্তরের সহযোগিতা নিয়ে তাদের কিছু ক্ষোভ রয়েছে। তাদের দাবি, চাষাবাদে সহযোগিতার জন্য কৃষি অফিস থেকে তেমন সহায়তা পাননি।

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে ধান ঘরে তুলতে পারবে। প্রতি হেক্টরে গড়ে ৫ মেট্রিক টন ফলন হবে বলে আশা করা হচ্ছে।”

কৃষকদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ধানের বীজ ও সার বিতরণ করেছি এবং মাঠ পর্যায়ে পরামর্শ দিয়েছি। তবে একটি মাত্র অফিসের কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। যদি কেউ বাদ পড়ে থাকে, তারা যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদের সহায়তা করব।”

ধান কাটার উৎসবে মেতে উঠেছেন কৃষকরা। তাদের দুঃখ-কষ্ট ও অভিযোগকে ছাপিয়ে গেছে মাঠভর্তি পাকা ধানের দৃশ্য। এখন চলছে ধান কেটে বাড়ির আঙিনায় আনার কাজ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম