ছয় বছর পর রায়হান রাফীর সঙ্গে পূজা চেরি

‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে রায়হান রাফীর পরিচালনায় ঢালিউডে আত্মপ্রকাশ করেছিলেন পূজা চেরি। সেই ছবিতে সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে মন জয় করেছিলেন দর্শকের। একই বছর রাফীর আরেকটি সিনেমা ‘দহন’-এও সিয়ামের সঙ্গে অভিনয় করেছিলেন পূজা। তবে এরপর রাফীর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। দীর্ঘ ছয় বছর পর রাফীর পরিচালনায় ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজ দিয়ে আবারও পর্দায় ফিরছেন পূজা।

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আগামী ২ জানুয়ারি মুক্তি পাবে এই সিরিজটি। গত মঙ্গলবার প্রকাশিত টিজারে দেখা গেছে, হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে শুরু হয়েছে রক্তক্ষয়ী দ্বন্দ্ব। টাকার নিয়ন্ত্রণের লড়াইয়ে জড়িয়ে পড়েছে প্রভাবশালী মাফিয়া, রাজনীতিবিদ, সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। প্রতিশোধ ও ষড়যন্ত্রের এই গল্পে উঠে এসেছে রুদ্ধশ্বাস উত্তেজনা।

সিরিজটি নিয়ে পূজা বলেন, “রায়হান রাফী ভাইয়ের পরিচালনাতেই আমার নায়িকা হিসেবে পথচলা শুরু। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই অসাধারণ। ছয় বছর পর আবার তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুব ভালো লেগেছে। ‘ব্ল্যাক মানি’র গল্প দারুণ, আর টিমও ছিল চমৎকার। আশা করি, দর্শকদের ভালো লাগবে।”

‘ব্ল্যাক মানি’ সিরিজে পূজার সঙ্গে আরও অভিনয় করেছেন রুবেল, সালাহউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার, পাভেল প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম