বাউফলের পশ্চিম কাছিপাড়া-গোপালিয়া সেতু মরণফাঁদে পরিণত
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া-গোপালিয়া বাজার সংলগ্ন সেতুটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে এটি এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন দেড় হাজারেরও বেশি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে।
স্থানীয়রা জানান, ২৫-৩০ বছর আগে বাউফলের প্রকৌশল অধিদপ্তর এই সেতুটি নির্মাণ করেছিল। এরপর আর কোনো সংস্কার হয়নি। সরেজমিনে দেখা গেছে, সেতুর মাঝখানের ঢালাই ভেঙে রেলিং বের হয়ে গেছে। কিছু অংশে রেলিং সম্পূর্ণ নেই। সেতুর নিচের পাইলিং মরিচা ধরে নষ্ট হয়ে পড়েছে। সেতুটি এতটাই নড়বড়ে যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সেতুটি পশ্চিম কাছিপাড়া, গোপালিয়া বাজার, উত্তর ও দক্ষিণ পাকডাল, মান্দারবন এবং কারখানা গ্রামের মানুষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। বিশেষ করে বর্ষার মৌসুমে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছে।
সেতুটি দিয়ে কাছিপাড়া ডিগ্রি কলেজ, ১১নং পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঐতিহাসিক মৃধা বাড়ি জামে মসজিদ, পশ্চিম কাছিপাড়া দাখিল মাদ্রাসা এবং আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াত হয়। এটি স্থানীয় অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা সেতুটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন জানান, “সেতুটি শীঘ্রই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটির সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম