আতিফ আসলামের ঢাকায় কনসার্ট: শবনম ফারিয়ার অনভিজ্ঞতা নিয়ে আলোচনা

পাকিস্তানের খ্যাতিমান গায়ক আতিফ আসলাম তার মেলোডি দিয়ে বিশ্বের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে গান পরিবেশন করেন তিনি। এই আয়োজনটি করে ট্রিপল টাইম কমিউনিকেশন।

কনসার্টের দিন দর্শকদের পাশাপাশি দেশের অনেক তারকাও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া কনসার্টে প্রবেশ করতে না পারার অভিজ্ঞতা শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেন।

ফারিয়ার ভাষায়, স্টেডিয়ামে প্রবেশ করতে না পারার বিষয়টি ছিল হতাশাজনক। তিনি বলেন, “বসুন্ধরা থেকে আর্মি স্টেডিয়ামে পৌঁছাতে আমার চার ঘণ্টা লেগেছে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আমাকে কনসার্টে ঢুকতে দেওয়া হয়নি। একজন পরিচিত ভেতরে অপেক্ষা করছিল, তবে গেট পর্যন্ত যেতে দেওয়া হয়নি।”

এই অভিজ্ঞতা নিয়ে তার পোস্টে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ বিষয়টি নিয়ে মজা করলেও কেউ আবার নিরাপত্তা ব্যবস্থার পক্ষে কথা বলেছেন।

এদিকে, গত এপ্রিলেও ঢাকায় এসে আতিফ আসলাম একটি কনসার্টে পারফর্ম করেন। সেখানে তিনি ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। তার সঙ্গে মঞ্চ মাতান বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং এবং কার্নিভ্যাল।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম