অপরাধ কমাতে পুলিশের কাছে ম্যাজিক নেই: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অপরাধ কমানোর ক্ষেত্রে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। তবে সারা দেশের পুলিশ বাহিনী অপরাধ দমন ও প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওয়া)’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “ঢাকাসহ সারা দেশে চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড বেড়েছে। এসব অপরাধ কমাতে আমরা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছি। সারা দেশের পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমাদের কাছে সেই ধরনের কোনো ম্যাজিক নেই। জনগণের সহযোগিতা ছাড়া এসব অপরাধ দমন কঠিন।”

তিনি আরও বলেন, “আমরা চাই জনগণের আরও কাছাকাছি যেতে। এজন্য জনগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতা চাইছি। অপরাধ দমনে পুলিশ এককভাবে কাজ করতে পারে না। তবে আমরা প্রতিটি ঘটনার সুরাহার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সচিবালয়ে অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “এটি তদন্ত কমিটি দেখছে। বিষয়টি নিয়ে আমি মন্তব্য করতে পারবো না।”

ছাত্র সমন্বয়কদের হত্যার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিটি ঘটনা আমরা অ্যানালাইস করেছি এবং সমাধান করেছি। নারায়ণগঞ্জের একটি ঘটনা মোবাইল ছিনতাই, আর কালিয়াকৈরের ঘটনা ছিনতাইয়ের। এগুলো টার্গেট কিলিং নয়।”

আইজিপি বলেন, “পুলিশের মধ্যে আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। কিছু কর্মকর্তার চাকরি মাত্র ১০-১২ দিন বাকি থাকলেও তাদের পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিদায়ের সময় যেন সম্মানের সঙ্গে যেতে পারি, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



নতুন আইজিপি বাহারুল আলম

দেশের নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তার পূর্বসূরি মো. ময়নুল ইসলামকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ঘোষণা দেন।

তিনি আরও জানান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। পূর্ববর্তী কমিশনার মো. মাইনুল হাসানকেও পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ৬ আগস্ট রাতে মো. ময়নুল ইসলামকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান এবং পুলিশ সদর দফতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরে শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো এবং সিয়েরা লিওনেও দায়িত্ব পালন করেছেন।

দুই দফায় পদোন্নতি বঞ্চিত হওয়া সত্ত্বেও বাহারুল আলম ২০২০ সালে অবসরে যান। তবে এবার তার অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তাকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম