টিসিবির জন্য মসুর ডাল ও সয়াবিন তেল ক্রয়ে সরকারের সিদ্ধান্ত

দেশের জনগণের জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয় উৎস থেকে ১০ হাজার টন মসুর ডাল এবং এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৮৫ কোটি টাকা।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে মসুর ডাল এবং সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়।

মসুর ডাল ক্রয়

টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের জন্য ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আহ্বানকৃত প্রস্তাবের মধ্যে কারিগরি ও আর্থিকভাবে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজকে এই কাজ দেওয়া হয়। প্রতি কেজি মসুর ডালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫ টাকা ৪০ পয়সা, যার জন্য মোট ব্যয় হবে ৯৫ কোটি ৪০ লাখ টাকা।

সয়াবিন তেল ক্রয়

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য সিটি এডিবল অয়েল লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে পাওয়া একমাত্র প্রস্তাবটি কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হওয়ায় এই প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭২ টাকা ২৫ পয়সা। মোট ব্যয় হবে ১৮৯ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

ভর্তুকি মূল্যে সরবরাহ

উল্লেখিত মসুর ডাল ও সয়াবিন তেল টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হবে। সরকারের এই উদ্যোগ জনগণের প্রয়োজন মেটাতে এবং বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম