শাকিব খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিয়াম আহমেদ

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, যিনি নাটক ও চলচ্চিত্রে নিজের প্রতিভা দিয়ে অগণিত দর্শকের হৃদয় জয় করেছেন। ২০১৮ সালে “পোড়ামন ২” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার জিতে নেন। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে সিয়াম তার অভিনয়জীবন এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে সিয়াম বলেন, “আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের সবার অভিভাবক শাকিব ভাইয়া। আমরা অনেক সময় কথায় কথায় শাকিব ভাইয়াকে জড়িয়ে ফেলি।” তিনি আরও বলেন, “শাকিব খান সিনেমাকে যেভাবে নিজের মনে করেন, এমন পরিচালক ও প্রযোজক দরকার যারা সিনেমার প্রতি একই রকম দায়বদ্ধ।”

সিয়ামের মতে, “ঈদে হাইপ তৈরি করা ছবিগুলো আসা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। বিশেষ করে শাকিব ভাইয়ার ছবি এবং অন্যদের ছবি যখন একসঙ্গে মুক্তি পায়, তখন দর্শকরা আরও বেশি উৎসাহিত হয়।”

দর্শকদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে সিয়াম বলেন, “এই ঈদে আপনাদের দোয়া ও ভালোবাসায় একটি মেগা ব্লকবাস্টার আসছে। সবাইকে বড়ভাই শাকিব ভাইয়ার জন্য আলাদা শুভকামনা জানাতে হবে। এটি তার প্রাপ্য।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ মুক্তি পাবে চলতি মাসেই

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ মুক্তির জন্য প্রস্তুত। আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী সিনেমাটি প্রদর্শিত হবে। এ উপলক্ষ্যে সম্প্রতি সিনেমাটির ট্রেইলার ‘Democracy Pvt. Ltd.’ মুক্তি পেয়েছে, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি পায় ‘৮৪০’ সিনেমার অফিসিয়াল পোস্টার। একই দিনে সিনেমাটির মুক্তির তারিখও প্রকাশ করা হয়। এই সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম এবং রাজশাহী ও নওগাঁর স্থানীয় অভিনয়শিল্পীরা।

সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহযোগিতায় রয়েছে ইম্প্রেস টেলিফিল্ম। সিনেমার চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম এবং সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। সাউন্ড ডিজাইনে ছিলেন রিপন নাথ। সম্পাদনার দায়িত্বে ছিলেন তাহসিন মাহিম এবং শিল্প পরিকল্পনায় ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী এবং মেকআপে ছিলেন মো. খাইরুল ইসলাম।

এর আগে ফারুকী ‘৪২০’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেন, যা বাংলাদেশে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলোকে স্যাটায়ার হিসেবে তুলে ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘৮৪০’ সিনেমায় সেই একই ধারার প্রতিফলন দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নিউ ইয়র্কে জায়েদ খানের নতুন যাত্রা

চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া এবং দুবাইসহ বিভিন্ন দেশে শোতে পারফর্ম করছেন তিনি। তার শোয়ের ছবি ও ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সম্প্রতি একটি ভিডিওর ক্যাপশনে জায়েদ খান লেখেন, “ডিগবাজি থেকে নিউ ইয়র্ক সিটিতে। ঠিকানায় সবার সাথে দেখা হবে, আগে কখনো দেখা হয়নি এমন শোতে। জায়েদ খান ২.০, বেবি!”

নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানা-এর উদ্যোগে একটি টক শো’র উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জায়েদ খান। সেলিব্রেটিদের নিয়ে এই টক শো প্রচারিত হবে খুব শিগগির। এই অভিজ্ঞতাকে নিজের জন্য বিশেষ কিছু বলে মনে করছেন জায়েদ খান।

তিনি বলেন, “প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি এক্সাইটেড এবং নার্ভাস। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে।”

তিনি আরও যোগ করেন, “বিদেশের মাটিতে ঠিকানা পত্রিকা দেশের জন্য এবং বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে যুক্ত করায় আমি কৃতজ্ঞ।”

‘ভাইরাল বয়’ হিসেবে পরিচিত জায়েদ খান তার নানা কর্মকাণ্ডের জন্য আলোচনায় থাকেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি বা সমালোচনা তার কাজকে থামাতে পারেনি। শো এবং অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাকে নিয়মিত দেখা যাচ্ছে।

জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সোনার চর’, যা চলতি বছরের শুরুতে মুক্তি পায়। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, পাপিয়া মাহি প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পরীমণির খোলা মনের কথা: প্রেম, জীবন আর এগিয়ে যাওয়ার গল্প

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপ, গুণ আর অভিনয়ের দক্ষতায় মুগ্ধ করেছেন অগণিত ভক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম, বিয়ে ও জীবন সম্পর্কে অকপটভাবে কথা বলেছেন তিনি।

পরীমণি বলেন, “মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না। নায়কদের সঙ্গে প্রেম হয়নি। একবার হয়েছিল, তবে বাচ্চা হওয়ার পর সব শেষ হয়ে যায়। এসব নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।”

জীবনকে সাধারণভাবে দেখার চেষ্টা করেন উল্লেখ করে তিনি বলেন, “আমার পাশে কেউ নেই যে আমাকে সান্ত্বনা দেবে, কান্নার সময় কাঁধে হাত রাখবে। আমি নিজেই নিজেকে সামলাই। জীবন সহজভাবে দেখি। যদি জানতাম কীভাবে সব ঠিক রাখতে হয়, তাহলে হয়তো ভুল থাকত না।”

পরীমণি বলেন, “অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে। পাগল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, কোনো আফসোস নেই। আমি বাঁচতে ভালোবাসি। যে জীবনকে ভালোবাসে, তাকে তো এগিয়ে যেতেই হবে।”

ব্যক্তিত্বের বিষয়ে পরীমণি জানান, “আমার কথা বলার একটা জোন আছে। দুই-চার মিনিটেই বুঝে যাই কার সঙ্গে সময় কাটানো সম্ভব। যেখানে জমে না, সেখানে আমি থাকি না।”

পরীমণির এই খোলামেলা সাক্ষাৎকার তার ভক্তদের জন্য নতুন এক দিক উন্মোচিত করেছে। নিজের জীবনের ওঠা-পড়াকে সহজভাবে মেনে নেওয়ার মানসিকতা তাকে এগিয়ে যেতে প্রেরণা জোগায়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




‘পিনিক’ সিনেমায় শবনম বুবলীর অভিনয়, ঈদুল ফিতরে মুক্তি আসন্ন

বাংলাদেশী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী তার নতুন সিনেমা ‘পিনিক’-এ অভিনয় করছেন। ইতিমধ্যেই সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে বিএফডিসিতে দৃশ্যধারণের কাজ চলছে। সিনেমাটির নায়ক আদর আজাদ রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন যে আজ দ্বিতীয় লটের শুটিং শেষ হবে।

‘পিনিক’ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ জুয়েল, যেখানে বুবলীর বিপরীতে আছেন আদর আজাদ। সিনেমাটির প্রযোজনা সংস্থা আগেই পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ছবিটি ঘোষণা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এছাড়া, সিনেমাটির শুটিং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে হয়েছে এবং বর্তমানে এফডিসি অংশের শুটিং শেষ করার পর ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ চলবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এদিকে, বুবলীর অপর সিনেমা ‘জংলি’ এর শুটিংও শেষ হয়েছে এবং বর্তমানে সিনেমাটির সম্পাদনার কাজ চলছে। এই সিনেমাটিও আগামী ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

 




শাকিব-নুসরাত জুটির নতুন চমক ‘বরবাদ’

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান তার অভিনীত সুপারহিট সিনেমাগুলোর মাধ্যমে বারবার আলোচনায় এসেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, এবং সর্বশেষ ‘দরদ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল, আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, টলিউডের মিমি চক্রবর্তী এবং বলিউডের সোনাল চৌহান। এবার এই নায়কের পরবর্তী সিনেমা ‘বরবাদ’-এ দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে।

২০১৮ সালে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নাকাব’ সিনেমায় প্রথমবার শাকিব খান ও নুসরাত জাহান জুটি বাঁধেন। দীর্ঘ পাঁচ বছর পর তারা আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এছাড়া সিনেমায় রয়েছেন টলিউডের আরেক নায়িকা ইধিকা পাল।

ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে, আর দ্বিতীয় লটের শুটিং শুরু হবে ডিসেম্বরে। এই সিনেমার একটি বিশেষ আইটেম গানে অংশ নিয়েছেন নুসরাত জাহান। মুম্বাইয়ে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।

নুসরাত জাহান ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় চমৎকার। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। আপাতত বিস্তারিত কিছু বলতে চাই না, তবে গানটির জন্য আমি অপেক্ষা করছি।”

অন্যদিকে, শাকিব খান জানিয়েছেন, সুপারহিট ‘তুফান’ সিনেমার দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। এটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



‘৩৬ ২৪ ৩৬’ সিনেমায় ভিন্ন রূপে দীঘি, পুরস্কারও পেলেন ‘বেস্ট ইন্সপায়ারিং অ্যাক্টর’

সম্প্রতি মুক্তি পেয়েছে দীঘি অভিনীত আলোচিত সিনেমা ‘৩৬ ২৪ ৩৬’। চরকি প্রযোজিত এই সিনেমাটি মুক্তির আগেই বেশ সাড়া ফেলেছিল। তবে মুক্তির পর দীঘির অভিনীত ভিন্নধর্মী চরিত্র দর্শকদের নজর কেড়েছে। এই সিনেমার মাধ্যমে দীঘি নতুন এক রূপে হাজির হয়েছেন, যা এর আগে তার ভক্তরা কখনও দেখেননি।

সিনেমা মুক্তির পাশাপাশি আরও একটি সুখবর পেয়েছেন দীঘি। সম্প্রতি একটি সংগঠনের পক্ষ থেকে ‘বেস্ট ইন্সপায়ারিং অ্যাক্টর’ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। পুরস্কার গ্রহণের সময় দীঘি তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।”

পুরস্কার মঞ্চে অভিনেত্রী দীঘিকে জিজ্ঞেস করা হয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার বর্তমান সম্পর্কের ব্যাপারে। দীঘি অকপটে জানান, “তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনো ভালো বন্ধুত্ব রয়েছে। বন্ধুত্ব কখনোই সময়ের সঙ্গে বদলায় না। সে সবসময় আমার ভালো বন্ধু ছিল, আছে, থাকবে।”

পুরস্কার প্রদান অনুষ্ঠানে দীঘিকে অভিনেত্রী হিসেবে নিজেকে মার্কিং করতে বলা হলে, তিনি বলেন, “আমি নিজেকে মার্কিং করতে পছন্দ করি না। সবসময় মনে হয় আমি আরও ভালো করতে পারতাম। যদি মার্কিং করতে হয়, তবে ১০ এর মধ্যে ৫-এর বেশি নিজেকে দিতে চাই না।”

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের প্রসঙ্গে দীঘিকে প্রশ্ন করা হলে, তিনি হেসে বলেন, “আমি শাকিব ভাইকে ‘চাচ্চু’ বলে ডাকতাম। তাই আমাদের একসঙ্গে কাজ করার বিষয়টি একটু অস্বাভাবিক মনে হয়।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম