সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর সমালোচনার জবাব দিলেন আশফাক নিপুন

দেশজুড়ে চলমান ছাত্র-জনতার গণআন্দোলনের মাঝে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরের সাথে আলোচিত হচ্ছে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ভূমিকা। সম্প্রতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিশেষত, তাকে ‘আওয়ামী দোসর’ হিসেবে উল্লেখ করে বেশ কিছু বিতর্কিত মন্তব্য ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নির্মাতা আশফাক নিপুন তার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে ফারুকীর পক্ষ নিয়ে কথা বলেছেন। তিনি ফারুকীকে আওয়ামী লীগের সহযোগী বলাকে ‘হাস্যকর’ উল্লেখ করে জানান, “ফারুকীকে আওয়ামী দোসর বলা খুবই হাস্যকর। কেননা খোদ আওয়ামী শিল্পী সমাজ কিংবা দলের নেতাকর্মীরাও তাকে নিজেদের দলের লোক হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না।”

আশফাক নিপুনের পোস্টে আরও উঠে এসেছে, “ফারুকীর কয়েকটি পুরোনো স্ট্যাটাস কিংবা ছবিই যদি তার দোসর হওয়ার প্রমাণ হয়, তবে গত ১৫ বছরে বিশেষত জুলাইয়ের আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার নিরন্তর সমালোচনাও আমলে নেওয়া উচিত।”

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে ফারুকীর যোগ্যতা নিয়ে অনেকের আপত্তি থাকলেও, আশফাক নিপুন তার পক্ষ নিয়ে বলেন, “ফারুকী একজন সংস্কৃতির মানুষ। তাই তাকে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো হয়েছে। তাকে অর্থ, বাণিজ্য বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা করা হয়নি। ফারুকীর কাজের গঠনমূলক সমালোচনা ১০০ বার করুন, কিন্তু অন্যায়ভাবে অপমান করা ঠিক নয়।”

আশফাক নিপুন আরো বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে অনেকেই যুক্ত ছিলেন যারা জীবনের কোনো না কোনো সময় আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক হয়ে তারা প্রতিবাদ করেছে। এখন বিভক্তি সৃষ্টি করে কারা লাভবান হচ্ছে, সেটা ভাবার বিষয়।”

সাংস্কৃতিক অঙ্গনে আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও আশফাক নিপুনের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক হলেও, তাদের নির্মাণশৈলী ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে হবে বলেই মনে করেন নিপুন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “ফারুকী তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং দেশের সংস্কৃতি অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবেন।”

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি

পটুয়াখালীতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পটুয়াখালী পিডিএস ময়দানে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী রঙ্গিন ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা, ও অঙ্গসংগঠনের গেঞ্জি ও ক্যাপ পরে জমায়েত হতে থাকেন।

সকাল ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া র‍্যালির উদ্বোধন করেন। এরপর জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে র‍্যালিটি পিডিএস ময়দান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনানী মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এছাড়া বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, সদর থানা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম, ও পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন।

সরকার পতনের পর পটুয়াখালীতে দীর্ঘদিন পর বিএনপির এই বিশাল র‍্যালিকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ আকর্ষণ ছিল বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত একাধিক ভ্যান ও শেখ হাসিনার প্রতীকী খাঁচাবন্দী দৃশ্য, যা সবার দৃষ্টি আকর্ষণ করে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম