বিদ্যা সিনহা মিমের মা হওয়ার গুঞ্জন, কী বললেন এই জনপ্রিয় নায়িকা?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম সম্প্রতি বেশ কিছু সময় ধরে অবসরে রয়েছেন। কাজ নিয়ে সর্বদা ব্যস্ত থাকা এই অভিনেত্রী হঠাৎ করে অবসর নেয়ায় গুঞ্জন উঠেছে—তিনি কি মা হতে চলেছেন? তবে, এই গুঞ্জন ছড়ানোর পর, মিম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এমন কোনো সুখবর এখনই শোনানোর সম্ভাবনা নেই।

মা হওয়ার গুঞ্জনের বিষয়ে মিম বলেন, “যদি এমন কিছু ঘটে, তাহলে কেন তা লুকাবো? আমি কখনও আমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করিনি। সব কিছুই সবার সামনে খোলামেলাভাবে করেছি। তবে, আপাতত সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা নেই। যদি এমন কিছু হয়, তখন অবশ্যই সবাইকে জানানো হবে। আমি এখন শুধুমাত্র আমার কাজ নিয়ে ভাবছি এবং কাজেই ব্যস্ত থাকতে চাই।”

সম্প্রতি (১০ নভেম্বর) মিম তার ৩৩তম জন্মদিন উদযাপন করেছেন। ১৯৯০ সালে রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলায় জমকালোভাবে জন্মদিন পালন করলেও, এখন পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গেই ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করেন। মিম জানালেন, “জন্মদিনে পরিবার, ভক্ত এবং সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছি। এবার ২৫টির মতো কেক কেটেছি।”

২০২২ সালের ৪ জানুয়ারি মিম বিয়ে করেন তার প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারকে। এর আগে, ২০২১ সালের ১০ নভেম্বর, নিজের জন্মদিনে আংটিবদলের কথা জানিয়েছিলেন। সংসার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছেন এই অভিনেত্রী। ফাঁকা সময় পেলেই পরিবারের সঙ্গে ঘুরতে যান তিনি।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় মিমের। এরপর একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শুটিংয়ের সময় আহত শাকিব খান, হাসপাতাল থেকে ফিরে শুটিংয়ে ব্যস্ত

ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে ভারতের মুম্বাইয়ে নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হন তিনি। শুটিং ফ্লোরে একটি দরজা খুলতে গিয়ে আঘাত পেয়ে তার কপালে গুরুতর চোট লাগে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে, মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে।

পরিচালক মেহেদী হাসান জানান, শাকিব খানকে তৎক্ষণাৎ মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয় এবং সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কিছু নেই। তাকে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “শাকিব ভাইয়ের পেশাদারি মনোভাব সত্যিই প্রশংসনীয়। আমরা ভেবেছিলাম, সেই দিন শুটিং বন্ধ থাকবে যাতে তিনি বিশ্রাম নিতে পারেন। কিন্তু শাকিব ভাই আমাদের অবাক করে দিয়ে নিজেই শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসা শেষে ফিরে এসে রাত ১২টা পর্যন্ত শুটিং করেন তিনি। পরদিনও পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী শুটিং হয়েছে।”

গত ২২ অক্টোবর ঢাকা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন শাকিব খান। ২৪ অক্টোবর থেকে ইলোরা স্টুডিওতে শুরু হয় শুটিং। প্রথম লটের শুটিং ১০ নভেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও তা বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে। এরপর ডিসেম্বর থেকে দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের সাথে অভিনয় করছেন ইধিকা পাল। ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে, ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খানের আরেকটি আলোচিত ছবি ‘দরদ’। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, ‘দরদ’ একসাথে ২০টি দেশে মুক্তি পাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভিউকে ছোট করে দেখার ভ্রান্তি: তৌসিফ মাহবুব

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এক যুগ ধরে ক্যারিয়ারে নিজেকে গড়ে তুলছেন। সম্প্রতি তিনি তাসনিয়া ফারিণের সঙ্গে ‘চক্র’ নামক একটি ওয়েব সিরিজ মুক্তি দিয়েছেন। এ বিষয়ে তৌসিফ বলেন, “সময়ের অনেক পরে সিরিজটি মুক্তি পেল, তবে দর্শক আমাদের কাজ নিয়ে কোনো ভুলত্রুটি খুঁজে পাননি। দর্শকের সাড়া পেয়ে আমি নিশ্চিত হয়েছি যে, আমরা ভালো কিছু করেছি। প্রযোজক দ্বিতীয় সিজন বানাতে চেয়েছেন, যা আমাদের জন্য বড় খবর।”

তৌসিফের নাটকগুলোতে ব্যাপক ভিউ হয়। তার গত ১০টি নাটকের ভিউ ১০ কোটি ছাড়িয়েছে। তিনি বলেন, “ভিউ আসলে আকর্ষণীয় থাম্বনেইল ও নাটকের বিষয়বস্তুর ওপর নির্ভর করে। অনেক নাটকের ভিউ হয়, কিন্তু দর্শক পুরোটা দেখে না। আমার নাটকগুলোতে ভিউ হলেও দর্শক সম্পূর্ণ নাটকটি দেখেন। আমি এটি হেলদি ভিউ হিসেবে দেখি। যখন ‘পুনর্জন্ম’ নাটক ১০ মিলিয়ন ভিউ পেয়েছিল, তখন লক্ষাধিক দর্শক তা একসঙ্গে দেখছিল, যা দারুণ ব্যাপার।”

তিনি আরও বলেন, “সিনেমা বা নাটকের সফলতা টিকিট কাটার পরিমাণের ওপর নির্ভর করে। যার নাটকের ভিউ বেশি, তার জন্য বাজেটও বৃদ্ধি পায়। আমি বড় ক্যানভাসের নাটক করতে চাই, তবে ভিউয়ের প্রয়োজন রয়েছে। যারা ভিউকে ছোট করে দেখেন, তারা সম্ভবত ব্যবসার বিষয়টি বুঝতে পারছেন না।”

বর্তমানে তৌসিফ ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। সিনেমায় কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি কিছুদিন নাটক ও ওটিটি নিয়ে থাকব। যেহেতু দর্শক আমাকে টাকা দিয়ে দেখছেন, তাই চাহিদা তৈরি হয়েছে। তবে সিনেমায় কাজ করার ইচ্ছা রয়েছে। ওটিতে আরও কিছু কাজ আসুক, তারপর দেখি দর্শক কেমন গ্রহণ করে।”