‘অভিনয় করতে করতেই মরে যেতে চাই’: রওনক হাসানের অভিব্যক্তি

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ আসন্ন ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রওনক হাসান। সম্প্রতি তিনি নিজের অভিনয়ের প্রতি ভালোবাসা এবং জীবনের গভীর আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

রওনকের আবেগঘন পোস্ট

২১ ডিসেম্বর ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রওনক হাসান একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, “গিটার বাজাতে বাজাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট পিকলু ভাই। আমিও এমনই মৃত্যু কামনা করি। অভিনয় করতে করতেই আমি চলে যাবো ওপারে।”

করোনাকালে ‘নকশী কাঁথার জমিন’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও বলেন, “এই সিনেমার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই আমরা ঝুঁকি নিয়ে কাজ করেছি। আপনাদের এই চলচ্চিত্র দেখার আমন্ত্রণ জানাই।’’

সিনেমার নির্মাণ ও প্রাপ্তি

‘নকশী কাঁথার জমিন’ পরিচালনা করেছেন আকরাম খান। হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমা ইতোমধ্যেই সাফল্যের স্বাক্ষর রেখেছে। এটি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে এবং ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল।

অভিনয়শিল্পীদের অংশগ্রহণ

এই সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং ফারিহা শামস সেঁওতি, আর দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে ইরেশ যাকের ও রওনক হাসানকে। মুক্তিযুদ্ধের পটভূমিতে এই চরিত্রগুলো গল্পের গভীরতা ও আবেগকে তুলে ধরবে বলে প্রত্যাশা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দীর্ঘ বিরতির পর ‘রং ঢং’ সিনেমায় একসঙ্গে ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া তিন অভিনেতা ডা. এজাজ, ফারুক আহমেদ এবং স্বাধীন খসরু দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) মুক্তি পেয়েছে তাদের অভিনীত নতুন সিনেমা ‘রং ঢং’। এই ত্রয়ীকে বহুদিন পর একসঙ্গে দেখে দর্শকদের মধ্যে উৎসাহের জোয়ার বইছে।

ডা. এজাজ ও স্বাধীন খসরু পেশাদার অভিনেতা না হলেও, হুমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। ‘উড়ে যায় বকপক্ষী’ ও ‘তারা তিনজন’ নাটকগুলোর জন্য তারা বিশেষভাবে পরিচিত। কিন্তু হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাদের একসঙ্গে আর দেখা যায়নি। এদিকে, স্বাধীন খসরু দেশের বাইরে চলে যাওয়ায় দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত ছিলেন।

‘রং ঢং’ সিনেমাটি নির্মিত হয় ২০১৯ সালে। তবে সিনেমাটির কিছু দৃশ্য সেন্সর বোর্ড কর্তৃক সংশোধনের নির্দেশ দেওয়া হয়, যার ফলে সিনেমাটি মুক্তি পেতে বিলম্ব হয়। এরপর আপিল বোর্ডে আবেদন করার পর অবশেষে মুক্তির ছাড়পত্র পায় সিনেমাটি।

‘রং ঢং’ সিনেমাটির গল্পে দেখানো হয়েছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নবীনদের প্রতারিত হওয়ার ঘটনা। এই সিনেমায় ‘মীরাক্কেল’ খ্যাত জামিল হোসেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ এবং সোহেল মণ্ডলসহ আরও অনেকেই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম