বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে একটি বিশেষায়িত ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে বিএনপি ঘরানার নেতারা জানিয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডনের মেরিলিবন রোডে অবস্থিত ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হন বেগম খালেদা জিয়া। তিনি প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন। ঢাকায় এভারকেয়ার হাসপাতাল থেকে ১৫ বার চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের সুপারিশে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে ঢাকা থেকে যাত্রা শুরু করে কাতার হয়ে বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাঁকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়।
ক্লিনিকে ভর্তি হওয়ার পর তাঁর বড় ছেলে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তাঁর সেবায় নিয়োজিত আছেন। জানা গেছে, বেগম জিয়া পুত্রবধূর নিজ হাতে তৈরি নাস্তা ও খাবার গ্রহণ করছেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলানো রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর বিদেশে চিকিৎসার অনুমতি মেলে। যুক্তরাজ্য বিএনপি’র নেতারা তাঁর সুস্থতার জন্য নিয়মিত খোঁজখবর রাখছেন।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম