খালেদা জিয়ার অসুস্থতা, মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে মুক্তিযোদ্ধা দলের পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করা হয়েছে। এ সমাবেশটি আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সকালেই নিশ্চিত করেন যে, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন না।

এদিকে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দলের অভ্যন্তরে আলোচনা চলছে কবে সমাবেশটি পুনরায় আয়োজন করা হবে। তবে, নেতারা বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে বিজয় দিবসের র‍্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের র‍্যালিকে কেন্দ্র করে উপজেলা ও পৌর ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, পৌর ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় রায়হান, এবং ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান।

তাদের মধ্যে মিজানুর রহমান ও আমির হোসেনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের পৃথক র‍্যালির সময় সরকারি কলেজের সামনে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রথমে মিজানুর রহমান, হৃদয় রায়হান, ও রেদোয়ান আহত হন। পরে মিজানুর রহমান ও আমির হোসেন হাসপাতালে পৌঁছালে হৃদয় ও রেদোয়ানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এতে আমির হোসেনের মাথা ফেটে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে বিএনপির কার্যালয়ে শ্রমিক লীগ নেতাকে অতিথি করায় ক্ষোভ

পটুয়াখালীর বাউফলে বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগ নেতা আবুল কালামকে বিশেষ অতিথি করায় স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আবুল কালাম উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মদনপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চন্দ্রপাড়া চৌরাস্তার পশ্চিম পাশে মুন্সী বাড়ির সামনে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন কার্যালয়টি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। তবে অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক তৈরি হয়, কারণ শ্রমিক লীগ নেতা আবুল কালামকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিএনপির কর্মীদের একাংশের দাবি, আবুল কালাম অতীতে আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় পল্লী বিদ্যুতের ঠিকাদারি কাজে যুক্ত ছিলেন। এছাড়া, তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় জড়ানোর অভিযোগেও অভিযুক্ত। তাই তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নেতাকর্মীদের জন্য অপমানজনক।

স্থানীয় এক বিএনপি কর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, “আবুল কালাম অনেক টাকার মালিক এবং গুঞ্জন আছে, শিগগিরই তিনি বিএনপিতে যোগ দেবেন। কিন্তু তিনি অতীতে আমাদের অনেক ক্ষতি করেছেন।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “আমি এ ঘটনার বিষয়ে কিছু জানি না। বিষয়টি তদন্ত করে দেখব।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন কর্মী জানান, আবুল কালামকে অতিথি করা ছিল ভুল সিদ্ধান্ত, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কুয়াকাটার সাবেক মেয়রের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর বিএনপি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান। তিনি সাবেক মেয়রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দুর্নীতি ও অপকর্মের অভিযোগ

লিখিত বক্তব্যে জানানো হয়, আনোয়ার হাওলাদার গরিব মানুষের সম্পত্তি দখল, সালিশ বাণিজ্য এবং পৌরসভার ইজারার নামে বাজার থেকে অর্থ আত্মসাৎ করেছেন। উন্নয়নের নামে আত্মীয়স্বজন দিয়ে টেন্ডার বাণিজ্য করাসহ সমুদ্র সৈকতে সুরক্ষা কাজের নামে বিপুল অর্থের অনিয়ম করেছেন বলে অভিযোগ ওঠে। এসব বিষয়ে দুদক অনুসন্ধান করেছে।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, আনোয়ার হাওলাদার স্বৈরাচার সরকারের সহযোগী হয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন। ২৪-এর আন্দোলন নস্যাৎ করতে উস্কানিমূলক বক্তব্য এবং সশস্ত্র মহড়া দেন। ফেসবুকে বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করারও অভিযোগ তোলেন নেতারা।

বক্তব্যে জানানো হয়, আনোয়ার হাওলাদার ঘুষ ও প্রভাব খাটিয়ে কুয়াকাটার কেরানিপাড়ার রাখাইন হত্যা মামলায় আত্মহত্যার ঘটনা হিসেবে রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করেন। এ বিষয়ে কলাপাড়া ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করা হয় (মামলা নম্বর ২৫০/২২)। সিআইডি তদন্ত করে তাকে অভিযুক্ত করে।

অভিযোগের বিষয়ে সাবেক মেয়র আনোয়ার হাওলাদার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এগুলো রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। তিনি বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত মেয়র ছিলাম। আমার জনপ্রিয়তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণ।”

সংবাদ সম্মেলনে কুয়াকাটা পৌর বিএনপি নেতারা বলেন, আনোয়ার হাওলাদারের অপকর্মের জন্য তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তারা সাংবাদিকদের এ বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীর বাউফলে বিএনপি’র বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বগা ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা ও সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়।

বগা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাবুল সিকদারের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মো. মনির হোসেন। তিনি বিএনপির শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, “মনোনয়ন পেলে বাউফলকে একটি সুন্দর ও উন্নত উপজেলায় পরিণত করব।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাউফল উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি সিকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এবং সিনিয়র সদস্য আবুল কালাম মৃধা। সভায় সভাপতিত্ব করেন বগা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আনিচুর রহমান বাবুল মৃধা।

বক্তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদান তুলে ধরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ করেন। তারা জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলকে জয়যুক্ত করার আহ্বান জানান।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত জনগণকে মুগ্ধ করে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বিএনপি নেতার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আদনান হোসেন শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার রাত ১২টার দিকে মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজার সংলগ্ন কালীবাড়ি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাওন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তাঁর বাড়ি দেউলী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি মো. জাকির হোসেনের ছেলে।

আজ রোববার দুপুরে শাওনকে আদালতে হাজির করা হয়। পুলিশ জানায়, এই মামলায় তাঁর নাম উল্লেখ না থাকলেও অজ্ঞাত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০২৩ সালের ৮ এপ্রিল, বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা কাঁঠালতলি থেকে সুবিদখালী আসছিলেন। সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে মিছিলকারীরা লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল এবং দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

সরকার পরিবর্তনের পর, গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এতে ১০২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম আহমেদ জানান, দ্রুত বিচার আইনের মামলায় শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিএনপির মহাসচিবের এই সফরটি ছিল মূলত ব্যক্তিগত। পরিবারকে সময় দিতে গত ৯ অক্টোবর তিনি ঢাকা ত্যাগ করেন। সফরের আগে তিনি জানান, তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা এবং অন্যান্য স্বজনরা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বসবাস করছেন। তিনি স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গেও দেখা করতে অস্ট্রেলিয়া যান, যিনি বিগত দেড় মাস ধরে মেয়ের কাছে রয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই মূলত এই সফর।

মির্জা ফখরুলের পরিবারের সদস্যদের নিয়ে বিএনপির সমর্থকদের মাঝেও আলোচনা ছিল। তার মেয়ে ড. শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সেখানেই তার স্বামী ও সন্তানদের সঙ্গে জীবনযাপন করছেন। ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করেন এবং বাবার এই সফরকালে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়েও তার উদ্বেগ প্রকাশিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার পর, বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দেশে ফিরে আসার পরপরই রাজনৈতিক কার্যক্রম নিয়ে নতুন করে পরিকল্পনা করবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশে ফিরে মির্জা ফখরুল বিএনপির চলমান আন্দোলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।