রেড সি চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’: বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি
বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ এখন বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আলো ছড়াচ্ছে। টরেন্টো, বুসান, ও কায়রোর পর এবার এটি প্রদর্শিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে।
‘দ্য নিউ হোম অব ফিল্ম’ প্রতিপাদ্য নিয়ে ৫ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসবে অংশগ্রহণকারী বাংলাদেশের একমাত্র সিনেমা হলো ‘সাবা’। নির্মাতা মাকসুদ হোসেনের পরিচালনায়, এটি মেহজাবীন চৌধুরীর সিনেমা জগতে অভিষেক। এতে একটি পক্ষাঘাতগ্রস্ত মা ও তার মেয়ে সাবার জীবনসংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সাবা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন, এবং মায়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।
উৎসবে মেহজাবীন নীল শাড়ি, ফুল স্লিভ ব্লাউজ, কপালে সাদা পাথরের টিপ এবং নীল-সাদা পাথরের দুল পরে বাঙালি সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছেন। তার সাজ এবং ব্যক্তিত্ব যেন মরুর বুকে বাঙালিয়ানার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
উৎসবের গ্র্যান্ড ওপেনিং নাইটে হলিউড তারকা উইল স্মিথ ও ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় মেহজাবীনকে। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গ্র্যান্ড ওপেনিং নাইট-এ একমাত্র বাংলাদেশি সিনেমা ‘সাবা’ প্রতিনিধিত্ব করছে। এখন পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় চলছে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ উৎসবের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”
রেড সি উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ‘সাবা’ বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করছে। ৮, ৯, ও ১৪ ডিসেম্বর সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে জেদ্দার কালচার স্কয়ার-সিনেমা ১-এ। উৎসবটি ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
‘সাবা’ সিনেমার এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি গর্বের বিষয়। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নতুন দিগন্তের সূচনা করবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম