রেড সি চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’: বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি

বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ এখন বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আলো ছড়াচ্ছে। টরেন্টো, বুসান, ও কায়রোর পর এবার এটি প্রদর্শিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে।

‘দ্য নিউ হোম অব ফিল্ম’ প্রতিপাদ্য নিয়ে ৫ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসবে অংশগ্রহণকারী বাংলাদেশের একমাত্র সিনেমা হলো ‘সাবা’। নির্মাতা মাকসুদ হোসেনের পরিচালনায়, এটি মেহজাবীন চৌধুরীর সিনেমা জগতে অভিষেক। এতে একটি পক্ষাঘাতগ্রস্ত মা ও তার মেয়ে সাবার জীবনসংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সাবা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন, এবং মায়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।

উৎসবে মেহজাবীন নীল শাড়ি, ফুল স্লিভ ব্লাউজ, কপালে সাদা পাথরের টিপ এবং নীল-সাদা পাথরের দুল পরে বাঙালি সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছেন। তার সাজ এবং ব্যক্তিত্ব যেন মরুর বুকে বাঙালিয়ানার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

উৎসবের গ্র্যান্ড ওপেনিং নাইটে হলিউড তারকা উইল স্মিথ ও ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় মেহজাবীনকে। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গ্র্যান্ড ওপেনিং নাইট-এ একমাত্র বাংলাদেশি সিনেমা ‘সাবা’ প্রতিনিধিত্ব করছে। এখন পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় চলছে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ উৎসবের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”

রেড সি উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ‘সাবা’ বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করছে। ৮, ৯, ও ১৪ ডিসেম্বর সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে জেদ্দার কালচার স্কয়ার-সিনেমা ১-এ। উৎসবটি ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

‘সাবা’ সিনেমার এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি গর্বের বিষয়। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নতুন দিগন্তের সূচনা করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শাহরুখ খানকে হত্যার হুমকি, ছত্তিশগড় থেকে গ্রেপ্তার আইনজীবী

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে হত্যার হুমকির অভিযোগে ছত্তিশগড়ের রায়পুর থেকে ফয়জান খান নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। শাহরুখের জন্মদিনের কয়েকদিন পরেই বান্দ্রা থানায় অজ্ঞাত পরিচয় থেকে ফোন আসে, যেখানে কিং খানকে প্রাণে মেরে ফেলার হুমকি এবং ৫০ লক্ষ টাকা দাবি করা হয়।

মুম্বাই পুলিশের কাছে এই হুমকির ফোন আসার পর তারা তাৎক্ষণিক তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, রায়পুরের একটি নম্বর ব্যবহার করে এই হুমকি দেওয়া হয়েছে। এরপর পুলিশের বিশেষ দল রায়পুরে গিয়ে পান্দ্রি থানা এলাকার ফয়জান খানকে গ্রেপ্তার করে। তবে ফয়জান দাবি করেছেন, তার ফোনটি হারিয়ে গিয়েছিল এবং এই হুমকির পেছনে তার কোনো হাত নেই।

গ্রেপ্তারের পর ফয়জান খান জানান, “আমার ফোন নম্বর থেকে হুমকি কল করা হলেও আমি নিজে এই কাজ করিনি। কেউ ইচ্ছাকৃতভাবে আমার ফোন নম্বর ব্যবহার করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। এটি নিছক ষড়যন্ত্র।”

উল্লেখ্য, এর আগেও ফয়জান খান ‘আনজাম’ সিনেমার একটি সংলাপ নিয়ে শাহরুখ খানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, যা বিষ্ণোই সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছিল বলে তিনি দাবি করেন।

পুলিশ সুপার (সিএসপি-সিভিল লাইনস) অজয় কুমার জানান, “ফয়জান তার ফোনটি হারিয়েছে বলে দাবি করেছেন। তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।” মুম্বাই পুলিশ বর্তমানে ফয়জানের ফোনের কল রেকর্ড এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দেখছে, যাতে প্রকৃত দোষীকে খুঁজে বের করা যায়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দেবের ভক্তদের জন্য সুখবর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেব এ বছর দুর্গাপূজায় মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘টেক্কা’ নিয়ে ভক্তদের সুখবর দিয়েছেন। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি, দেব বান্ধবী রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে বিদেশ ভ্রমণ শেষ করে দেশে ফিরেছেন।

এদিকে, টালিগঞ্জ ছেড়ে অভিনেতা দেব মুম্বাইতে পাড়ি জমিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘হ্যালো মুম্বাই।’ ছবিতে দেখা যাচ্ছে, দেব তার টিমের সদস্যদের সঙ্গে রয়েছেন, যা নিশ্চিত করছে যে তিনি নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন।

দেব নিজেই জানিয়েছে, তিনি মুম্বাইতে একটি বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করতে এসেছেন। তবে, প্রশ্ন হলো— কি তিনি শুধু বিজ্ঞাপনের জন্য মুম্বাই গেছেন, নাকি নতুন কোনো চলচ্চিত্রের জন্যও বলিউডে পা রাখছেন?

এখনও পর্যন্ত রুক্মিণী মৈত্র ইতিমধ্যে বলিউডে তার প্রথম কাজ সম্পন্ন করেছেন। তাহলে কি এবার দেবের পালা? দেব নিজে মায়ানগরীতে ছোটবেলায় কাটিয়েছেন এবং সেখানে তার পরিবারকেও কাজ করতে দেখা গেছে। তাই বলিপাড়ায় তার অভিজ্ঞতা নতুন নয়। তবে টলিউডের পাশাপাশি কি দেব বলিউডেও কাজ করবেন, সেটি সময়ই বলবে।

এখন আপাতত বিজ্ঞাপনের শুটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।




শাকিব খানের ‘বরবাদ’ শুটিং সেটে হাজির বলিউড নির্মাতা মহেশ ভাট

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মুম্বাইয়ে চলছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের এক স্টুডিওতে এই শুটিং সেটে হাজির হন বলিউডের বিখ্যাত পরিচালক মহেশ ভাট। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে মহেশ ভাটের সাক্ষাৎ হয় এবং এক হৃদয়স্পর্শী মুহূর্তে হৃদয়কে আলিঙ্গন করেন ও গালে চুম্বন দেন মহেশ ভাট।

মেহেদী হাসান হৃদয় এই মুহূর্তটির ছবি ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাকিবের শুটিংয়ে মহেশ ভাটের উপস্থিতি অনেককেই বিস্মিত করেছে, অনেকেই শাকিবকে বলিউডের মূলধারায় দেখার অপেক্ষায় আছেন। জানা যায়, শুটিং সেটে শাকিব খানও উপস্থিত ছিলেন এবং তার সঙ্গেও মহেশ ভাট দীর্ঘক্ষণ আলোচনা করেন, তবে তাদের কথোপকথনের বিস্তারিত জানা যায়নি।

‘বরবাদ’ সিনেমাটি রোম্যান্টিক ও অ্যাকশন ধাঁচের এবং বেশিরভাগ শুটিং হবে মুম্বাইয়ে। এই সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে আছেন ইধিকা পাল এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তও অভিনয় করছেন। ‘বরবাদ’ সিনেমাটি আগামী বছরের একটি উৎসবে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।