শাকিব খান: “আমাকে পথ দেখাতে হবে সবার জন্য”

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার নতুন ছবি ‘বরবাদ’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন। রাজধানীর এক হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নিজের দৃষ্টিভঙ্গি ও ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি।

শাকিব বলেন, “আমরা শিল্পীরা সব সময় ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করি। তবে আমার মনে হয়, আমার দায়িত্বটা সব সময় বেশি। আমাকে এমন পথ তৈরি করতে হবে, যেই পথে নতুন প্রজন্ম সহজে এগিয়ে যেতে পারবে।”

সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি নিয়ে তার অভিমত, “বিশ্ব জয় করেছেন শাহরুখ খান। তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে এগিয়ে চলেছেন। আমরাও আন্তর্জাতিক পজিশন তৈরি করতে পারি। সেই পথেই হাঁটবে আমাদের পরবর্তী প্রজন্ম।”

শাকিব আরও বলেন, “আজকে যে নতুন ছেলে বা মেয়ে ইন্ডাস্ট্রিতে এসেছে, তাদের পথচলাটা সহজ করে দিতে চাই। আমাকে না হেরে জিততে হবে। নতুন কোনো পথ বের করতে হবে, যেই পথে সবাই চলতে পারবে।”

উল্লেখ্য, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে শাকিব খানের অভিনয় জীবন শুরু হয়। তিনি ঢালিউডের ‘কিং খান’ নামে সুপরিচিত এবং বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শাকিব-নুসরাত জুটির নতুন চমক ‘বরবাদ’

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান তার অভিনীত সুপারহিট সিনেমাগুলোর মাধ্যমে বারবার আলোচনায় এসেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, এবং সর্বশেষ ‘দরদ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল, আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, টলিউডের মিমি চক্রবর্তী এবং বলিউডের সোনাল চৌহান। এবার এই নায়কের পরবর্তী সিনেমা ‘বরবাদ’-এ দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে।

২০১৮ সালে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নাকাব’ সিনেমায় প্রথমবার শাকিব খান ও নুসরাত জাহান জুটি বাঁধেন। দীর্ঘ পাঁচ বছর পর তারা আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এছাড়া সিনেমায় রয়েছেন টলিউডের আরেক নায়িকা ইধিকা পাল।

ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে, আর দ্বিতীয় লটের শুটিং শুরু হবে ডিসেম্বরে। এই সিনেমার একটি বিশেষ আইটেম গানে অংশ নিয়েছেন নুসরাত জাহান। মুম্বাইয়ে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।

নুসরাত জাহান ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় চমৎকার। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। আপাতত বিস্তারিত কিছু বলতে চাই না, তবে গানটির জন্য আমি অপেক্ষা করছি।”

অন্যদিকে, শাকিব খান জানিয়েছেন, সুপারহিট ‘তুফান’ সিনেমার দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। এটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম