১৬ বছর পর পটুয়াখালী পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার

দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালী পৌর মাছ বাজারের ঘাটটি দখলদারদের হাত থেকে মুক্ত করেছে পৌর কর্তৃপক্ষ। গত ২০ ডিসেম্বর ঘাটটিতে থাকা দোকান ভেঙে দখল মুক্ত করা হয়। এতে পৌর মাছ বাজারের ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ।

নিউ মার্কেট ক্ষুদ্র মৎস্য কার্যনির্বাহী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু রাজনৈতিক নেতা এই ঘাটটি দখল করে অপকর্ম চালিয়ে আসছিল। প্রতিদিন এখানে মদ ও জুয়ার আসর বসত। ঘাটটি বন্ধ থাকায় ব্যবসায়ীদের মাছ আনা-নেওয়ার জন্য বিকল্প পথ ব্যবহার করতে হতো, যা মাছের দামে প্রভাব ফেলত।

মাছ ব্যবসায়ীরা ঘাটটি পুনরুদ্ধার করায় খুশি হলেও দ্রুত এর সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেন, ঘাটটি সরাসরি মাছের ট্রলার আসা-যাওয়ার উপযোগী হলে ব্যবসা সহজ হবে এবং মাছের দাম কমে যাবে।

ঘাট পুনরুদ্ধারের সময় উপস্থিত ছিলেন নিউ মার্কেট ক্ষুদ্র মৎস্য কার্যনির্বাহী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল মন্নান ফকির, সাধারণ সম্পাদক মো. মনির হাওলাদার, ক্যাশিয়ার মো. শামীম মৃধা, এবং অন্যান্য মাছ ব্যবসায়ী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কুয়াকাটার সাবেক মেয়রের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর বিএনপি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান। তিনি সাবেক মেয়রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দুর্নীতি ও অপকর্মের অভিযোগ

লিখিত বক্তব্যে জানানো হয়, আনোয়ার হাওলাদার গরিব মানুষের সম্পত্তি দখল, সালিশ বাণিজ্য এবং পৌরসভার ইজারার নামে বাজার থেকে অর্থ আত্মসাৎ করেছেন। উন্নয়নের নামে আত্মীয়স্বজন দিয়ে টেন্ডার বাণিজ্য করাসহ সমুদ্র সৈকতে সুরক্ষা কাজের নামে বিপুল অর্থের অনিয়ম করেছেন বলে অভিযোগ ওঠে। এসব বিষয়ে দুদক অনুসন্ধান করেছে।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, আনোয়ার হাওলাদার স্বৈরাচার সরকারের সহযোগী হয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন। ২৪-এর আন্দোলন নস্যাৎ করতে উস্কানিমূলক বক্তব্য এবং সশস্ত্র মহড়া দেন। ফেসবুকে বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করারও অভিযোগ তোলেন নেতারা।

বক্তব্যে জানানো হয়, আনোয়ার হাওলাদার ঘুষ ও প্রভাব খাটিয়ে কুয়াকাটার কেরানিপাড়ার রাখাইন হত্যা মামলায় আত্মহত্যার ঘটনা হিসেবে রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করেন। এ বিষয়ে কলাপাড়া ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করা হয় (মামলা নম্বর ২৫০/২২)। সিআইডি তদন্ত করে তাকে অভিযুক্ত করে।

অভিযোগের বিষয়ে সাবেক মেয়র আনোয়ার হাওলাদার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এগুলো রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। তিনি বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত মেয়র ছিলাম। আমার জনপ্রিয়তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণ।”

সংবাদ সম্মেলনে কুয়াকাটা পৌর বিএনপি নেতারা বলেন, আনোয়ার হাওলাদারের অপকর্মের জন্য তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তারা সাংবাদিকদের এ বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ দুমকির মনির, প্রয়োজন অর্থনৈতিক সহায়তা

পটুয়াখালীর দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের মনির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পেশায় পোশাক শ্রমিক মনির গত ২০ জুলাই গাজীপুর চৌরাস্তা এলাকায় গুলিবিদ্ধ হন এবং সেসময় থেকেই পঙ্গুত্ববরণ করে জীবনযুদ্ধে লড়ছেন।

মনির পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পুরো পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। মনিরের স্ত্রী ও তিন বছরের ছেলে ইসমাইলের ভরণপোষণ অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবারের অবস্থা এতটাই শোচনীয় যে হাসপাতালে মনিরের সঙ্গে থাকা দুই-তিনজনের খাবারের ব্যবস্থাও করতে হিমশিম খেতে হচ্ছে।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা পাওয়া গেলেও তা ইতিমধ্যে চিকিৎসার জন্য ব্যয় হয়ে গেছে। বর্তমানে পরিবারটি দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।

আর্থিক সহযোগিতার আবেদন জানিয়ে মনির বলেন, “টাকার অভাবে চিকিৎসা চালানো এবং পরিবারের দেখভাল করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ছি।”

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, “গুলিবিদ্ধ মনিরকে সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসন থেকেও তাকে সহায়তা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

মানুষের সাহায্য ছাড়া মনিরের চিকিৎসা এবং পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব নয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ষাটপাকিয়া এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫) এবং মাদারীপুর সদরের বাসিন্দা ও মোটরসাইকেল চালক মো. আল-আমীন সিরাজ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এর পরপরই মোটরসাইকেলটি সড়ক থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এবং নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তারা আরও জানান, এটি একটি দুঃখজনক ঘটনা, যা নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল চালনার কারণে ঘটেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় উপসচিবের মৃত্যু

বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন (৫৩) নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ড. ফরহাদ হোসেন মুলাদীর চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে। স্থানীয় একটি মাহফিলে অংশ নিতে তিনি মাহিন্দ্রা টেম্পুতে চরলক্ষ্মীপুর নন্দীরবাজার যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেম্পুটি মীরগঞ্জ ফেরিঘাট থেকে চারজন যাত্রী নিয়ে মুলাদী শহরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির কারণে হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে টেম্পুটি উল্টে যায়। এতে ড. ফরহাদ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে পৌঁছার আগেই ড. ফরহাদ মারা যান।

চরলক্ষ্মীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি ঢাকা থেকে রওনা হয়েছিলেন। তবে পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

মুলাদী থানার ওসি জহিরুল আলম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন যানবাহনই দুর্ঘটনার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতদলের ৬ সদস্য আটক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন—ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) এবং রাকিবুল খান (২৭)। তাদের মধ্যে আবুল হাসেম ও রাকিবুলের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নে, বাকিদের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়ি ছিল ডাকাতদলের আড্ডাস্থল। মঙ্গলবার ভোরে রাসেল হাওলাদার নামে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা ২ লাখ টাকা এবং দুই ভরি স্বর্ণালংকার লুট করে।

স্থানীয় নুপুর বেগম ডাকাতদের মধ্যে কাসেম ও রাকিবুলকে চিনে ফেলেন। সকালে স্থানীয়রা কাসেমের বাড়িতে গিয়ে বাকি সদস্যদেরও শনাক্ত করে আটক করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানিয়েছেন, ‘‘ডাকাতদল দীর্ঘদিন ধরে কাসেমের বাড়ি ব্যবহার করছিল। স্থানীয়দের সন্দেহ থেকেই তারা ধরা পড়েছে। আটককৃতদের নামে ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শ্রীনগরে নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় ভোলায় যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় ভোলা থেকে তৌহিদ শেখ তন্ময় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে ভোলার ইলিশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক ইশতিয়াক আশফাক জানিয়েছেন, গ্রেপ্তার যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এই অস্ত্রটি গত ৫ আগস্ট ওয়ারী থানা থেকে লুট করা হয়েছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, তৌহিদ শেখ তন্ময় নিহত সাহেদা বেগমকে খাওয়ানোর কথা বলে মাওয়া এলাকার দিকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে হত্যা করে এবং মরদেহ ঢাকা-মাওয়া মহাসড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

গত শনিবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাহেদা বেগম (২২) নামে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




পটুয়াখালীতে কচ্ছপ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, উদ্ধারকৃত কচ্ছপ অবমুক্ত

পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকায় কচ্ছপ ক্রয়-বিক্রির অভিযোগে এক মৎস্য ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৭ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে উদ্ধারকৃত ৪টি সুন্ধি কচ্ছপ প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. সোহেল হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীকে কচ্ছপ বিক্রির দায়ে জরিমানা করেন। তিনি জানান, “কচ্ছপ এক ধরনের বন্যপ্রাণী যা প্রায় বিলুপ্তির পথে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী কচ্ছপ আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এ অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উদ্ধারকৃত কচ্ছপগুলো লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।”

এনিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের সদস্য আসাদুল্লাহ হাসান মুছা জানান, দীর্ঘদিন ধরে সোহেল হাওলাদার কচ্ছপ বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য তাদের কাছে ছিল। সেই সূত্র ধরে রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দোকান থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

অভিযানকালে পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি এবং এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কচ্ছপগুলো নিরাপদে মুক্ত করে দেওয়া হয়, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পায়রায় নাব্যতাসংকটে কয়লার জাহাজ ভিড়তে না পারায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা নদীর তীরে কয়লা ভিত্তিক তিনটি তাপ বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ও কয়লা পরিবহনের জন্য রাবনাবাদ চ্যানেল ব্যবহার করা হয়। তবে বর্তমানে চ্যানেলটির নাব্যতাসংকটের কারণে কয়লা পরিবহনে বড় জাহাজ ভিড়তে না পারায় বিদ্যুৎ উৎপাদনে বাধার সম্মুখীন হচ্ছে কেন্দ্রগুলো।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী শাহ আব্দুল মাওলা জানান, বর্তমানে রাবনাবাদ চ্যানেলের গভীরতা যথেষ্ট না থাকায় লাইটারিংয়ের মাধ্যমে কয়লা খালাস করতে হচ্ছে, যা পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে বিদ্যুতের মূল্যে।

জানা গেছে, আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এই বিদ্যুৎকেন্দ্রগুলোর একটি বর্তমানে উৎপাদনে রয়েছে, একটি উৎপাদনের অপেক্ষায় এবং অন্যটি নির্মাণাধীন। চ্যানেলের গভীরতা সংকটের কারণে কয়লা পরিবহনের জন্য প্রয়োজনীয় বড় জাহাজগুলো সরাসরি বন্দরে ভিড়তে পারছে না। বর্তমানে জোয়ারের সময় চ্যানেলের গভীরতা ৬.৫ মিটার এবং ভাটার সময় তা ৫.৯ মিটারের নিচে নেমে যায়। অথচ বড় জাহাজ চলাচলের জন্য ৮.৭ মিটার গভীরতা প্রয়োজন।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জোবায়ের আহমেদ বলেন, পায়রার তাপ বিদ্যুৎকেন্দ্র দেশের মোট বিদ্যুতের ১০ শতাংশ সরবরাহ করে। প্রতি মাসে এই কেন্দ্রগুলোতে তিন লাখ মেট্রিক টন কয়লা পোড়ানো হয়। চ্যানেলের গভীরতা ১৩-১৪ মিটার না থাকায় পুরোপুরি লোডিং করে কয়লা আনতে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে শীতের সময় গভীরতা পাঁচ মিটারের নিচে নেমে যায়, যা কয়লা পরিবহনের ক্ষেত্রে বড় বাধা।

পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী জানান, ২০২১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জান ডি নুল’ এর মাধ্যমে ৬,৫০০ কোটি টাকার ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প শুরু হয়, যা ২০২৪ সালের এপ্রিল মাসে শেষ হয়। এরপর আগস্ট পর্যন্ত ম্যানটেইনেন্স ড্রেজিং চললেও তা এখন বন্ধ রয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই আবার ম্যানটেইনেন্স ড্রেজিং শুরু করা যাবে বলে তিনি আশাবাদী।

চ্যানেলের নাব্যতা পুনরুদ্ধারের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লা পরিবহন ব্যয় হ্রাস পাবে এবং উৎপাদন ব্যয়ও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ফলে বিদ্যুৎ সরবরাহে উন্নতি ঘটবে এবং পায়রা বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হতে পারবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পনু শরীফ রিয়াদ (৩৬) নামে এক আইনজীবীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রিয়াদকে তার বাড়ির সামনে একা পেয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে এই হামলা হয়। জানা যায়, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিয়াদের উপর হামলা চালায়। তাদের হাতে ছিল বাংলা দা, লোহার রড, বাশের লাঠি এবং কাচি। এলোপাতাড়ি মারধরের ফলে রিয়াদ গুরুতরভাবে আহত হন। এসময় তার সাথে থাকা প্রায় ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

রবিবার (১৭ নভেম্বর) সকালে পুলিশ মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালি এলাকা থেকে অভিযুক্ত সাব্বির রহমান রিপনকে (৩০) গ্রেফতার করে। রিপন পটুয়াখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

হামলার পর আহত আইনজীবী রিয়াদ নিজেই মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, শাহজাহান হাওলাদার ও তার দুই ছেলে রিপন ও লিটন মিলে তাকে মারধর করে। এ ঘটনায় অভিযুক্ত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন, “একজন আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এছাড়া রাতে বিভিন্ন মামলায় আরও ৩ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম