টেলিকম খাতে অনিয়ম: সালমান এফ রহমান সিন্ডিকেটের কবলে সাড়ে ৭ হাজার কোটি টাকা লোপাট
দীর্ঘ দেড় দশকে শেখ হাসিনা সরকারের আমলে টেলিকম খাতে অনিয়ম ও দুর্নীতির প্রসার ঘটেছে। সালমান এফ রহমানের নেতৃত্বাধীন সিন্ডিকেটের প্রভাবে এই খাত হয়ে উঠেছে দুর্নীতির অভয়ারণ্য। অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরস ফোরাম (আইওএফ) এর মাধ্যমে সাড়ে ৭ হাজার কোটি টাকার সুবিধা লুটে নেয়া হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি এই বিষয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে আইওএফ গঠনের মাধ্যমে রাজস্ব ভাগাভাগিতে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজিসহ বিভিন্ন খাতের লাইসেন্স প্রদানে দুর্নীতির তথ্যও উঠে এসেছে।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানিয়েছেন, লভ্যাংশ শেয়ার করার প্রক্রিয়ায় নানা অসঙ্গতি রয়েছে। লটারির মাধ্যমে লভ্যাংশ ভাগ করা হয়, যা নিয়ন্ত্রণে আনার বিষয়ে বিটিআরসি কাজ করছে।
২০১৫ সালে সালমান এফ রহমানের নেতৃত্বে গঠিত সিন্ডিকেট আন্তর্জাতিক কল ব্যবসা দখলে নেয়। অভিযোগ রয়েছে, ভয়েস কলে নামমাত্র ট্যারিফ নির্ধারণ করতে বিটিআরসিকে বাধ্য করা হয়। ফলে সরকারের রাজস্ব ক্ষতির মুখে পড়ে, যদিও ইন্টারন্যাশনাল ক্যারিয়ারেরা লাভবান হয়েছে।
রবির করপোরেট বিভাগের চিফ সাহেদুল আলম জানান, আইওএফ এর মাধ্যমে প্রতিমাসে মোবাইল অপারেটরদের বিশাল পরিমাণ টাকা ফাঁকি দেয়া হয়েছে। তাদের মতে, সরকারেরও প্রতি মাসে ১শ’ থেকে দেড়শ কোটি টাকা লোকসান হয়েছে।
প্রযুক্তিবিদদের মতে, আইএলডিটিএস পলিসি পুনর্বিবেচনার সময় এসেছে। প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, “২০০৮ সালের পুরনো পলিসি এখন বাস্তবতার সঙ্গে মিলছে না, যা পুনর্গঠন করা উচিত।”
—