ব্রেইন চিপের ট্রায়ালের অনুমতি পেল নিউরালিঙ্ক

ইলন মাস্কের নিউরালিঙ্ক কানাডায় ব্রেইন চিপের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে। কানাডার স্বাস্থ্য বিভাগ হেলথ কানাডা সম্প্রতি এই অনুমোদন দেয়। টরন্টোর ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হাসপাতাল এই পরীক্ষামূলক গবেষণার দায়িত্বে থাকবে।

নিউরালিঙ্ক দীর্ঘদিন ধরে মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। তাদের তৈরি ব্রেইন চিপ, যা ব্রেইন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) নামে পরিচিত, প্যারালাইজড রোগীদের জন্য একটি বৈপ্লবিক উদ্ভাবন। এই প্রযুক্তির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিরা শুধুমাত্র চিন্তার মাধ্যমে যন্ত্র নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই দুই ব্যক্তির মস্তিষ্কে ব্রেইন চিপ সফলভাবে স্থাপন করা হয়েছে। এবার কানাডায় ট্রায়ালের মাধ্যমে আরও উন্নত গবেষণার সুযোগ তৈরি হয়েছে। ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হাসপাতালের টরন্টো শাখায় এই জটিল নিউরোসার্জিক্যাল অপারেশন পরিচালিত হবে।

২০১৬ সালে ইলন মাস্ক নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য হলো পক্ষাঘাতগ্রস্ত রোগীদের চলাফেরা ও যোগাযোগের ক্ষমতা ফিরিয়ে আনা এবং দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সহায়তা করা। নিউরালিঙ্কের দাবি, তাদের উদ্ভাবিত প্রযুক্তি ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম