চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন।
এদিন সকাল পৌনে ১২টার দিকে জামিন নামঞ্জুরের এই আদেশ দেওয়া হয়। তবে, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সৌরভ কান্তি দাশ।
এর আগে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে হাজির করা হয়। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে তাকে কোতোয়ালী থানার নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে গ্রেফতার করা হয়। এই মামলার তদন্তের অংশ হিসেবে তাকে নিরাপত্তার মধ্যে আদালতে নেওয়া হয়েছিল।
এদিকে, তার আদালতে হাজিরার খবর পেয়ে সকাল থেকেই তার ভক্তরা আদালতের সামনে জমায়েত হতে শুরু করেন এবং তাকে মুক্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন। আদালতের আশেপাশে সেই সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী (বিজিবি) ও পুলিশ সদস্যরা অবস্থান নেন।
গত সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম