পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু, আহত দুই
পটুয়াখালীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নেয়ামুল হক নাফিজ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু সাফিন ও ফারাবী।
দুর্ঘটনার বিবরণ
শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে মির্জাগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি পটুয়াখালীর মুন্সেফ পাড়া এলাকার বাসিন্দা আইনজীবী নাজমুল হকের ছেলে।
আহতদের মধ্যে সাফিনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারাবীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কীভাবে হলো দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পায়রাকুঞ্জে ঘুরতে আসেন সাফিন ও ফারাবী। পরে তাদের নিয়ে মোটরসাইকেলে পায়রাকুঞ্জ থেকে পটুয়াখালী শহরে ফিরছিলেন নাফিজ। মির্জাগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে নাফিজ ও সাফিন গুরুতর আহত হন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নাফিজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাফিনকে বরিশালে স্থানান্তর করা হয়।
পুলিশি বিবৃতি
পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনায় তিন আরোহী আহত হন। এর মধ্যে নাফিজ মারা গেছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম