বাংলাদেশে চলতি বছরে ইমো বন্ধ করেছে ৬ লাখের বেশি অ্যাকাউন্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মেসেজিং প্ল্যাটফর্ম ইমো কমিউনিটি গাইডলাইন না মানায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে ৬ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে। ইমো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে বাংলাদেশে মোট ৬ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে অক্টোবরে তারা এই তথ্য প্রকাশ করেছে।

ইমো আরও জানিয়েছে, কমিউনিটিতে ক্ষতিকর কনটেন্ট চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। বছরের প্রথম প্রান্তিকে এ ধরনের ক্ষতিকর পোস্টের ভিত্তিতে ব্যবহারকারীদের রিপোর্টের মাধ্যমে ৯০ হাজারের বেশি ঘটনা চিহ্নিত করা হয়।

ইমো বলছে, একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবেশ গড়ে তুলতে তাদের নিজস্ব কমিউনিটি গাইডলাইন তৈরি করা হয়েছে, যা সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হচ্ছে।