হোয়াটসঅ্যাপে ড্রাফট ও কাস্টম লিস্ট ফিচার
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের একটি অপরিহার্য মাধ্যম। ব্যবহারকারীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন ফিচার যোগ করে। এবার নতুন দুটি ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ—ড্রাফট ফিচার ও কাস্টম লিস্ট ফিচার।
ড্রাফট ফিচার
নতুন ড্রাফট ফিচার ব্যবহারকারীদের অসমাপ্ত বার্তা সংরক্ষণে সহায়তা করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মেইক ইউজ অব জানিয়েছে, এই ফিচারের সাহায্যে টাইপ করা অসমাপ্ত মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট হিসেবে সংরক্ষিত হবে। এটি ই-মেইলের ড্রাফটের মতোই কাজ করবে।
ড্রাফট মেসেজগুলো চ্যাট তালিকায় সবুজ রঙের লেবেলসহ দেখাবে। ফলে সহজেই ব্যবহারকারীরা অসমাপ্ত মেসেজ খুঁজে পেয়ে সম্পূর্ণ করে পাঠাতে পারবেন। এই ফিচার ব্যবহার করে মেসেজ টাইপ করতে কোনো বাড়তি চাপ থাকবে না। ধীরে ধীরে মেসেজ সম্পূর্ণ করা সম্ভব হবে।
কাস্টম লিস্ট ফিচার
কাস্টম লিস্ট ফিচারটি ব্যবহারকারীদের পরিবার, বন্ধু, অফিস সহকর্মীদের গ্রুপ আলাদা আলাদা লিস্টে সংগঠিত করতে সাহায্য করে। এটি চ্যাট পরিচালনা সহজ ও কার্যকর করে তুলবে।
কাস্টম লিস্ট তৈরির ধাপ
১. হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করুন।
২. চ্যাট লিস্টে যান এবং উপরে ডান দিকে থাকা ‘যোগ’ চিহ্নে ক্লিক করুন।
৩. একটি পপআপ দেখাবে—‘Organize Your Chat’। সেখানে ক্লিক করুন।
৪. প্রয়োজনীয় ক্যাটাগরি (পরিবার, বন্ধু, অফিস) নির্বাচন করুন।
৫. যে চ্যাটটি লিস্টে যুক্ত করতে চান সেটি ট্যাপ করে ‘Add to List’ নির্বাচন করুন।
কাস্টম লিস্ট পরিচালনার সুবিধা
নাম পরিবর্তন: লিস্টের নামের ওপর চাপ দিয়ে ‘Rename’ বেছে নিন।
লিস্ট ডিলিট: লিস্টের ওপর চেপে ধরে ‘Delete’ অপশন নির্বাচন করুন।
পুনরায় সাজানো: ফিল্টার বার ধরে লিস্টকে নিজের পছন্দ অনুযায়ী ওপর-নিচে স্থানান্তর করুন।
এই ফিচারের উপকারিতা
১. লিস্ট সংগঠিত করা: চ্যাট সুসংগঠিত করতে আলাদা আলাদা গ্রুপ রাখা যাবে।
২. দ্রুত অ্যাক্সেস: প্রয়োজনীয় সময়ে দ্রুত যোগাযোগ করা সহজ হবে।
নতুন এই ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য চ্যাটিং আরও স্মার্ট ও সহজ করে তুলবে।
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম