বরিশালে বাবার বাসা থেকে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় রুপা আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) বিকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রুপা সৌদি প্রবাসী লিমন শেখের স্ত্রী এবং দেলোয়ার ব্যাপারীর মেয়ে।

রুপা তার বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে নগরীর লুৎফুর রহমান সড়কের জাহাঙ্গীর হোসেনের ভাড়া বাসায় বসবাস করতেন।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে, বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি জাকির শিকদার বলেন, বুধবার বিকালে একটার দিকে রুপার ছোট ভাই রামিন তার কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়। তখন রুপাকে গলায় ওড়না পেঁচিয়ে রুমের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ::পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে মো. হেলাল গাজী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হেলাল গাজী উপজেলার কারখানা গ্রামের মৃত মো. খালেক গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন হেলাল বেলা সাড়ে ১১টার দিকে তার বড় ভাই মো. রুবেল গাজীর বসতঘর থেকে ছোট ভাই সোহেল গাজীর ঘরে বৈদ্যুতিক তার দিয়ে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজনরা তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।