শাবনূরের সহজাত অভিনয়ে মুগ্ধ সহশিল্পীরা

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর প্রায় এক যুগ ধরে অভিনয়ে অনিয়মিত হলেও, এখনো তিনি অনেকের কাছে আইডল। শাবনূরের সমসাময়িক নায়িকারা প্রায়ই উল্লেখ করেন যে, পরিচালকরা তাদের শাবনূরের মতো অভিনয়ের নির্দেশ দিতেন। শুটিং সেটে তার স্বভাবসুলভ আচরণ এবং অনন্য অভিনয় দক্ষতা তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

শাবনূরের সহশিল্পী অমিত হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন তার অভিজ্ঞতা। তিনি বলেন, “শাবনূর অবশ্যই ভালো অভিনেত্রী। তবে সে অভিনয়ের জন্য কখনো বেশি চিন্তা করত না। আমার মনে হয়, ওর ভেতর থেকেই অভিনয় আসে।”

অমিত হাসান স্মৃতিচারণ করে জানান, “প্রথমবার শাবনূরের সঙ্গে অভিনয়ের সময় আমি খুব সিরিয়াস ছিলাম। স্ক্রিপ্ট নিয়ে বসে থাকতাম। কিন্তু শাবনূর হাসিখুশি আর দুষ্টুমিতে ব্যস্ত ছিল। মনে হয়েছিল, সে হয়তো ভালো পারফর্ম করতে পারবে না। কিন্তু ক্যামেরার সামনে যখন অ্যাকশন হলো, তার অভিনয় দেখে আমি নিজেই বিভোর হয়ে গিয়েছিলাম।”

শাবনূর ও অমিত হাসানের জুটির বেশ কয়েকটি রোমান্টিক গান এখনো মানুষের মনে জায়গা করে আছে। তাদের অভিনীত “তুমি শুধু তুমি” সিনেমার গান “এই বুকেরই মাঝে সকালও সাঝে” এবং “ভুলনা আমায়” সিনেমার “একদিকে পৃথিবী একদিকে তুমি” উল্লেখযোগ্য।

অমিত হাসানের কথায় স্পষ্ট, শাবনূরের সহজাত অভিনয়শৈলী কেবল তার ভক্তদেরই নয়, সহশিল্পীদেরও মুগ্ধ করেছিল। এই কারণেই আজও তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শাকিব খান: “আমাকে পথ দেখাতে হবে সবার জন্য”

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার নতুন ছবি ‘বরবাদ’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন। রাজধানীর এক হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নিজের দৃষ্টিভঙ্গি ও ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি।

শাকিব বলেন, “আমরা শিল্পীরা সব সময় ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করি। তবে আমার মনে হয়, আমার দায়িত্বটা সব সময় বেশি। আমাকে এমন পথ তৈরি করতে হবে, যেই পথে নতুন প্রজন্ম সহজে এগিয়ে যেতে পারবে।”

সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি নিয়ে তার অভিমত, “বিশ্ব জয় করেছেন শাহরুখ খান। তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে এগিয়ে চলেছেন। আমরাও আন্তর্জাতিক পজিশন তৈরি করতে পারি। সেই পথেই হাঁটবে আমাদের পরবর্তী প্রজন্ম।”

শাকিব আরও বলেন, “আজকে যে নতুন ছেলে বা মেয়ে ইন্ডাস্ট্রিতে এসেছে, তাদের পথচলাটা সহজ করে দিতে চাই। আমাকে না হেরে জিততে হবে। নতুন কোনো পথ বের করতে হবে, যেই পথে সবাই চলতে পারবে।”

উল্লেখ্য, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে শাকিব খানের অভিনয় জীবন শুরু হয়। তিনি ঢালিউডের ‘কিং খান’ নামে সুপরিচিত এবং বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শাকিব-নুসরাত জুটির নতুন চমক ‘বরবাদ’

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান তার অভিনীত সুপারহিট সিনেমাগুলোর মাধ্যমে বারবার আলোচনায় এসেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, এবং সর্বশেষ ‘দরদ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল, আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, টলিউডের মিমি চক্রবর্তী এবং বলিউডের সোনাল চৌহান। এবার এই নায়কের পরবর্তী সিনেমা ‘বরবাদ’-এ দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে।

২০১৮ সালে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নাকাব’ সিনেমায় প্রথমবার শাকিব খান ও নুসরাত জাহান জুটি বাঁধেন। দীর্ঘ পাঁচ বছর পর তারা আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এছাড়া সিনেমায় রয়েছেন টলিউডের আরেক নায়িকা ইধিকা পাল।

ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে, আর দ্বিতীয় লটের শুটিং শুরু হবে ডিসেম্বরে। এই সিনেমার একটি বিশেষ আইটেম গানে অংশ নিয়েছেন নুসরাত জাহান। মুম্বাইয়ে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।

নুসরাত জাহান ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় চমৎকার। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। আপাতত বিস্তারিত কিছু বলতে চাই না, তবে গানটির জন্য আমি অপেক্ষা করছি।”

অন্যদিকে, শাকিব খান জানিয়েছেন, সুপারহিট ‘তুফান’ সিনেমার দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। এটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মুক্তিযুদ্ধ নিয়ে ‘জ্যাজ সিটি’ সিরিজে অভিনয়ে আরিফিন শুভ, শুটিং শুরু কলকাতায়

কলকাতার জনপ্রিয় নির্মাতা সৌমিক সেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ নিয়ে হাজির হচ্ছেন। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের সুপারস্টার আরিফিন শুভ। গতকাল শুক্রবার সিরিজটির শুটিংয়ে যোগ দিতে কলকাতায় পৌঁছান শুভ এবং আজ শনিবার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন। তার বিপরীতে অভিনয় করছেন টলিউডের অভিনেত্রী সৌরসেনী মিত্র।

সিরিজটির শুটিং চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। বিশেষত বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হলেও, এর শুটিং বাংলাদেশে করা হবে না। শুটিং হবে শুধুমাত্র ভারতের বিভিন্ন লোকেশনে। সিরিজটিতে শুভ-সৌরসেনী ছাড়াও টলিউড ও বলিউডের বেশ কিছু খ্যাতনামা শিল্পী যুক্ত হয়েছেন।

‘জ্যাজ সিটি’ নির্মিত হচ্ছে সনি লিভ ওয়েব প্ল্যাটফর্মের জন্য। সিরিজটিতে ইংরেজি-সহ বিভিন্ন ভাষার গান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে।

এর আগে সৌমিক সেনের লেখা চিত্রনাট্যে নির্মিত ‘জুবিলি’ সিরিজ ব্যাপক সাড়া ফেলেছিল। বিক্রম মোতওয়ানের পরিচালনায় এতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, রাম কাপুর প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শুটিংয়ের সময় আহত শাকিব খান, হাসপাতাল থেকে ফিরে শুটিংয়ে ব্যস্ত

ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে ভারতের মুম্বাইয়ে নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হন তিনি। শুটিং ফ্লোরে একটি দরজা খুলতে গিয়ে আঘাত পেয়ে তার কপালে গুরুতর চোট লাগে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে, মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে।

পরিচালক মেহেদী হাসান জানান, শাকিব খানকে তৎক্ষণাৎ মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয় এবং সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কিছু নেই। তাকে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “শাকিব ভাইয়ের পেশাদারি মনোভাব সত্যিই প্রশংসনীয়। আমরা ভেবেছিলাম, সেই দিন শুটিং বন্ধ থাকবে যাতে তিনি বিশ্রাম নিতে পারেন। কিন্তু শাকিব ভাই আমাদের অবাক করে দিয়ে নিজেই শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসা শেষে ফিরে এসে রাত ১২টা পর্যন্ত শুটিং করেন তিনি। পরদিনও পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী শুটিং হয়েছে।”

গত ২২ অক্টোবর ঢাকা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন শাকিব খান। ২৪ অক্টোবর থেকে ইলোরা স্টুডিওতে শুরু হয় শুটিং। প্রথম লটের শুটিং ১০ নভেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও তা বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে। এরপর ডিসেম্বর থেকে দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের সাথে অভিনয় করছেন ইধিকা পাল। ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে, ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খানের আরেকটি আলোচিত ছবি ‘দরদ’। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, ‘দরদ’ একসাথে ২০টি দেশে মুক্তি পাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দীর্ঘ বিরতির পর ‘রং ঢং’ সিনেমায় একসঙ্গে ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া তিন অভিনেতা ডা. এজাজ, ফারুক আহমেদ এবং স্বাধীন খসরু দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) মুক্তি পেয়েছে তাদের অভিনীত নতুন সিনেমা ‘রং ঢং’। এই ত্রয়ীকে বহুদিন পর একসঙ্গে দেখে দর্শকদের মধ্যে উৎসাহের জোয়ার বইছে।

ডা. এজাজ ও স্বাধীন খসরু পেশাদার অভিনেতা না হলেও, হুমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। ‘উড়ে যায় বকপক্ষী’ ও ‘তারা তিনজন’ নাটকগুলোর জন্য তারা বিশেষভাবে পরিচিত। কিন্তু হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাদের একসঙ্গে আর দেখা যায়নি। এদিকে, স্বাধীন খসরু দেশের বাইরে চলে যাওয়ায় দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত ছিলেন।

‘রং ঢং’ সিনেমাটি নির্মিত হয় ২০১৯ সালে। তবে সিনেমাটির কিছু দৃশ্য সেন্সর বোর্ড কর্তৃক সংশোধনের নির্দেশ দেওয়া হয়, যার ফলে সিনেমাটি মুক্তি পেতে বিলম্ব হয়। এরপর আপিল বোর্ডে আবেদন করার পর অবশেষে মুক্তির ছাড়পত্র পায় সিনেমাটি।

‘রং ঢং’ সিনেমাটির গল্পে দেখানো হয়েছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নবীনদের প্রতারিত হওয়ার ঘটনা। এই সিনেমায় ‘মীরাক্কেল’ খ্যাত জামিল হোসেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ এবং সোহেল মণ্ডলসহ আরও অনেকেই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



‘৩৬ ২৪ ৩৬’ সিনেমায় ভিন্ন রূপে দীঘি, পুরস্কারও পেলেন ‘বেস্ট ইন্সপায়ারিং অ্যাক্টর’

সম্প্রতি মুক্তি পেয়েছে দীঘি অভিনীত আলোচিত সিনেমা ‘৩৬ ২৪ ৩৬’। চরকি প্রযোজিত এই সিনেমাটি মুক্তির আগেই বেশ সাড়া ফেলেছিল। তবে মুক্তির পর দীঘির অভিনীত ভিন্নধর্মী চরিত্র দর্শকদের নজর কেড়েছে। এই সিনেমার মাধ্যমে দীঘি নতুন এক রূপে হাজির হয়েছেন, যা এর আগে তার ভক্তরা কখনও দেখেননি।

সিনেমা মুক্তির পাশাপাশি আরও একটি সুখবর পেয়েছেন দীঘি। সম্প্রতি একটি সংগঠনের পক্ষ থেকে ‘বেস্ট ইন্সপায়ারিং অ্যাক্টর’ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। পুরস্কার গ্রহণের সময় দীঘি তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।”

পুরস্কার মঞ্চে অভিনেত্রী দীঘিকে জিজ্ঞেস করা হয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার বর্তমান সম্পর্কের ব্যাপারে। দীঘি অকপটে জানান, “তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনো ভালো বন্ধুত্ব রয়েছে। বন্ধুত্ব কখনোই সময়ের সঙ্গে বদলায় না। সে সবসময় আমার ভালো বন্ধু ছিল, আছে, থাকবে।”

পুরস্কার প্রদান অনুষ্ঠানে দীঘিকে অভিনেত্রী হিসেবে নিজেকে মার্কিং করতে বলা হলে, তিনি বলেন, “আমি নিজেকে মার্কিং করতে পছন্দ করি না। সবসময় মনে হয় আমি আরও ভালো করতে পারতাম। যদি মার্কিং করতে হয়, তবে ১০ এর মধ্যে ৫-এর বেশি নিজেকে দিতে চাই না।”

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের প্রসঙ্গে দীঘিকে প্রশ্ন করা হলে, তিনি হেসে বলেন, “আমি শাকিব ভাইকে ‘চাচ্চু’ বলে ডাকতাম। তাই আমাদের একসঙ্গে কাজ করার বিষয়টি একটু অস্বাভাবিক মনে হয়।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম