মিথিলার নাটকে অনুপস্থিতি: চরিত্র ও গল্পের টান নেই

দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করলেও এখন তাকে ওটিটি ও সিনেমায় বেশি দেখা যায়। তবে ছোটপর্দা থেকে তার দূরত্ব নিয়ে দর্শকদের প্রশ্নের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছেন, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় নাটকে কাজ করা থেকে বিরত রয়েছেন।

মিথিলা জানান, “প্রায় চার বছর ধরে টেলিভিশনের কোনো কাজ করছি না। কারণ, যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি তা আগের কাজের পুনরাবৃত্তি মনে হচ্ছে। চরিত্রগুলো খুব গতানুগতিক। গল্প শুনলে মনে হয়, এমন গল্পে আগেও অভিনয় করেছি।” তবে তিনি নিশ্চিত করেছেন যে নাটক থেকে পুরোপুরি সরে যাননি।

ওটিটি এবং সিনেমায় তার কাজের ধরন সম্পর্কে মিথিলা বলেন, “টেলিভিশনে পাশের বাড়ির মেয়ে বা প্রেমের গল্পের চরিত্রগুলো বারবার করেছি। কিন্তু ওটিটি ও সিনেমায় আসার পর সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। নিজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।”

‘কাজলরেখা’ সিনেমায় কঙ্কন দাসীর চরিত্র এবং ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজের শায়লা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিথিলা। তিনি বলেন, “আমি সবসময় নিজেকে নতুন চ্যালেঞ্জে ফেলতে চাই। প্রথমে ভাবিনি কাজলরেখার চরিত্রটি করতে পারব। তবে এটি করার পর দর্শক আমাকে নতুনভাবে দেখেছেন।”

সাম্প্রতিক সময়ে নতুন কোনো কাজে দেখা যায়নি এই অভিনেত্রীকে। এ প্রসঙ্গে মিথিলা বলেন, “দেশে সাম্প্রতিক পরিস্থিতির কারণে গত কয়েক মাস কেউই খুব একটা কাজ করেনি। তবে এখন সিনেমা ও সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কয়েকজন নির্মাতার সঙ্গে আমার কথাবার্তাও হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



নাটক বন্ধ করা বেদনাদায়ক: তারিক আনাম

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সম্প্রতি ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান। শনিবার (২ নভেম্বর) রাতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই ঘটনা ঘটে। মহাপরিচালক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটকটি বন্ধ করে দেন।

তারিক আনাম বলেন, “একটি দলের কেউ যদি কোনো দোষ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে নাটক প্রদর্শনী বন্ধ করা ঠিক নয়; এটি কষ্টের।” তিনি উল্লেখ করেন, নাট্যদলের দায়িত্বশীলদের আরও সংযত আচরণ করা উচিত।

এদিকে, জামিল আহমেদ নিরাপত্তার কথা চিন্তা করে নাটক বন্ধ করতে বাধ্য হয়েছেন বলে জানান। তিনি বলেন, “দর্শকের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা প্রদর্শনী বন্ধ করেছি।” বিক্ষোভের কারণ সম্পর্কে তিনি উল্লেখ করেন যে, বিক্ষোভকারীরা একটি বিশেষ নাট্যদলের প্রদর্শনীর বিরুদ্ধে আপত্তি জানিয়ে ছিলেন।

এভাবে নাটক প্রদর্শনী বন্ধ করা এবং শিল্পকলার পরিবেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা সামাজিক মাধ্যমে নানা আলোচনার সৃষ্টি করেছে।




আরশ খান ও তানিয়া বৃষ্টির সম্পর্ক: মনোমালিন্য কি দূর হবে?

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টির সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। একসঙ্গে বেশ কিছু নাটকে কাজ করা এই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, তারা এটিকে ‘সত্য নয়’ বলে অস্বীকার করেছেন। তবে বর্তমানে তাদের মধ্যে খানিকটা দূরত্ব সৃষ্টি হয়েছে, যা উভয়ের কথায় স্পষ্ট হয়ে ওঠে।

সম্প্রতি এক অনুষ্ঠানে তানিয়া বৃষ্টি যখন আরশ খান প্রসঙ্গে কথা বলেন, তখন তিনি বলেন, “আমরা ভালো বন্ডিং শেয়ার করতাম। একসঙ্গে কাজ করতাম। ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়, সেটাই চলছে। ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে।”

এছাড়া, তানিয়া বলেন, “এক সাক্ষাৎকারে বলেছিলাম, আমরা ভাই-ব্রাদার মতো। হয়তো এই কারণে ওর মেজাজ খারাপ।” তিনি আরশের উদ্দেশে বলেন, “আমি তোর জন্মদিনে উইশ করেছিলাম। তুই আমার কাছে ভাই-ব্রাদার, এই নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। কবিতা লেখা বন্ধ কর এবং আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর।”

তারা বর্তমানে কিছুটা মনোমালিন্যে থাকলেও, তানিয়া জানান যে ভবিষ্যতে তারা একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন।

 




নতুন লুকে হাজির অপু বিশ্বাস

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি নতুন লুকে দর্শকের সামনে হাজির হয়েছেন। ফেসবুকে প্রকাশিত ছবিতে অপুকে দেখা যাচ্ছে ওজন কমিয়ে ঝরঝরে অবস্থায়। তার নতুন হেয়ার কাট এবং রঙের পরিবর্তনও নজর কাড়ছে।

সম্প্রতি, অপু বিশ্বাসের নতুন লুকের ছবি বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়েছে। তিনি জানান, কোনো সার্জারির সাহায্য ছাড়াই শরীরের মেদ ঝরিয়ে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছেন।

অনেকে যেহেতু কিছুদিন ধরে তাকে সিনেমায় দেখছেন না, তবে তার বর্তমান লুকের ব্যাপক প্রশংসা করছেন। অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি তার ইউটিউব চ্যানেলে উপস্থাপক হিসেবে নতুন একটি অনুষ্ঠানে কাজ করবেন। যেখানে তিনি গণমাধ্যমকর্মী ও শোবিজের তারকাদের নিয়ে আলোচনা করবেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নেবেন।

অপু বিশ্বাস বলেন, “এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা।” প্রথম পর্যায়ে তিনি গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কথা বলবেন, এবং দর্শকদের জন্য দারুণ সব প্রশ্নোত্তর থাকবে।

এখন পর্যন্ত, মিরপুর ডিওএইচএস-এর একটি স্টুডিওতে অনুষ্ঠানটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই দর্শকরা অপুকে নতুন পরিচয়ে দেখতে পাবেন।




ভিউকে ছোট করে দেখার ভ্রান্তি: তৌসিফ মাহবুব

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এক যুগ ধরে ক্যারিয়ারে নিজেকে গড়ে তুলছেন। সম্প্রতি তিনি তাসনিয়া ফারিণের সঙ্গে ‘চক্র’ নামক একটি ওয়েব সিরিজ মুক্তি দিয়েছেন। এ বিষয়ে তৌসিফ বলেন, “সময়ের অনেক পরে সিরিজটি মুক্তি পেল, তবে দর্শক আমাদের কাজ নিয়ে কোনো ভুলত্রুটি খুঁজে পাননি। দর্শকের সাড়া পেয়ে আমি নিশ্চিত হয়েছি যে, আমরা ভালো কিছু করেছি। প্রযোজক দ্বিতীয় সিজন বানাতে চেয়েছেন, যা আমাদের জন্য বড় খবর।”

তৌসিফের নাটকগুলোতে ব্যাপক ভিউ হয়। তার গত ১০টি নাটকের ভিউ ১০ কোটি ছাড়িয়েছে। তিনি বলেন, “ভিউ আসলে আকর্ষণীয় থাম্বনেইল ও নাটকের বিষয়বস্তুর ওপর নির্ভর করে। অনেক নাটকের ভিউ হয়, কিন্তু দর্শক পুরোটা দেখে না। আমার নাটকগুলোতে ভিউ হলেও দর্শক সম্পূর্ণ নাটকটি দেখেন। আমি এটি হেলদি ভিউ হিসেবে দেখি। যখন ‘পুনর্জন্ম’ নাটক ১০ মিলিয়ন ভিউ পেয়েছিল, তখন লক্ষাধিক দর্শক তা একসঙ্গে দেখছিল, যা দারুণ ব্যাপার।”

তিনি আরও বলেন, “সিনেমা বা নাটকের সফলতা টিকিট কাটার পরিমাণের ওপর নির্ভর করে। যার নাটকের ভিউ বেশি, তার জন্য বাজেটও বৃদ্ধি পায়। আমি বড় ক্যানভাসের নাটক করতে চাই, তবে ভিউয়ের প্রয়োজন রয়েছে। যারা ভিউকে ছোট করে দেখেন, তারা সম্ভবত ব্যবসার বিষয়টি বুঝতে পারছেন না।”

বর্তমানে তৌসিফ ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। সিনেমায় কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি কিছুদিন নাটক ও ওটিটি নিয়ে থাকব। যেহেতু দর্শক আমাকে টাকা দিয়ে দেখছেন, তাই চাহিদা তৈরি হয়েছে। তবে সিনেমায় কাজ করার ইচ্ছা রয়েছে। ওটিতে আরও কিছু কাজ আসুক, তারপর দেখি দর্শক কেমন গ্রহণ করে।”