পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পুরান মহিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন শাকিব আল ইমরান ওরফে হাত কাটা ইমরান (২৬), আসাব (৩০) এবং সিহাব (২৮)। তারা কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং মহিপুর এলাকার পরিচিত মাদক কারবারি।

মহিপুর থানার পুলিশ জানায়, পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের বসতবাড়ির আঙিনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় মশিউর রহমান জানালা দিয়ে পালিয়ে যান। গ্রেপ্তারকৃতরা একাধিক মাদক মামলার আসামি।

অভিযানে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২৫০ পিস। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “তারা একাধিক মাদক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।”

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম