বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন একাডেমির পরিচালনা বোর্ডে পবিপ্রবির উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামকে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিষ্ঠান শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. আনিচুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২০১২ সালের বাপার্ড আইনের (৭)১ এর (ধ) ধারার ক্ষমতাবলে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তিন বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে।

ড. কাজী রফিকুল ইসলামকে এ সম্মানজনক পদে মনোনয়নের জন্য পবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানরা তাকে অভিনন্দন জানান।

তারা বলেন, “এই মনোনয়ন উপাচার্যের পেশাগত দক্ষতা ও সমাজ উন্নয়নে তার অবদানের স্বীকৃতি। এটি পবিপ্রবির জন্যও গর্বের বিষয়।”

ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বাপার্ডের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করে দেশের কল্যাণে অবদান রাখতে চাই। এ পদ আমাকে আরও অনুপ্রাণিত করবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ডিগ্রি পরীক্ষার সময় বাড়ল ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষায় ৩০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে। এ পরিবর্তনের ফলে যেসব বিষয়ের পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা হওয়ার কথা ছিল, সেটি এখন চার ঘণ্টা হবে। এছাড়া, যেসব বিষয়ের পরীক্ষার সময় তিন ঘণ্টা ছিল, তা হবে সাড়ে তিন ঘণ্টা।

শনিবার (২৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশ্নপত্রে যে সময়ই উল্লেখ করা থাকুক, তাতে ৩০ মিনিট করে সময় বাড়ানো হবে।

এ পরিবর্তন অনুযায়ী, তৃতীয় বর্ষের পরীক্ষা ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের জন্য এই সময় বৃদ্ধি পরীক্ষার প্রস্তুতিতে সুবিধাজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম