আরশ খান ও তানিয়া বৃষ্টির সম্পর্ক: মনোমালিন্য কি দূর হবে?
চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টির সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। একসঙ্গে বেশ কিছু নাটকে কাজ করা এই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, তারা এটিকে ‘সত্য নয়’ বলে অস্বীকার করেছেন। তবে বর্তমানে তাদের মধ্যে খানিকটা দূরত্ব সৃষ্টি হয়েছে, যা উভয়ের কথায় স্পষ্ট হয়ে ওঠে।
সম্প্রতি এক অনুষ্ঠানে তানিয়া বৃষ্টি যখন আরশ খান প্রসঙ্গে কথা বলেন, তখন তিনি বলেন, “আমরা ভালো বন্ডিং শেয়ার করতাম। একসঙ্গে কাজ করতাম। ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়, সেটাই চলছে। ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে।”
এছাড়া, তানিয়া বলেন, “এক সাক্ষাৎকারে বলেছিলাম, আমরা ভাই-ব্রাদার মতো। হয়তো এই কারণে ওর মেজাজ খারাপ।” তিনি আরশের উদ্দেশে বলেন, “আমি তোর জন্মদিনে উইশ করেছিলাম। তুই আমার কাছে ভাই-ব্রাদার, এই নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। কবিতা লেখা বন্ধ কর এবং আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর।”
তারা বর্তমানে কিছুটা মনোমালিন্যে থাকলেও, তানিয়া জানান যে ভবিষ্যতে তারা একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন।