আরশ খান ও তানিয়া বৃষ্টির সম্পর্ক: মনোমালিন্য কি দূর হবে?

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টির সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। একসঙ্গে বেশ কিছু নাটকে কাজ করা এই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, তারা এটিকে ‘সত্য নয়’ বলে অস্বীকার করেছেন। তবে বর্তমানে তাদের মধ্যে খানিকটা দূরত্ব সৃষ্টি হয়েছে, যা উভয়ের কথায় স্পষ্ট হয়ে ওঠে।

সম্প্রতি এক অনুষ্ঠানে তানিয়া বৃষ্টি যখন আরশ খান প্রসঙ্গে কথা বলেন, তখন তিনি বলেন, “আমরা ভালো বন্ডিং শেয়ার করতাম। একসঙ্গে কাজ করতাম। ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়, সেটাই চলছে। ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে।”

এছাড়া, তানিয়া বলেন, “এক সাক্ষাৎকারে বলেছিলাম, আমরা ভাই-ব্রাদার মতো। হয়তো এই কারণে ওর মেজাজ খারাপ।” তিনি আরশের উদ্দেশে বলেন, “আমি তোর জন্মদিনে উইশ করেছিলাম। তুই আমার কাছে ভাই-ব্রাদার, এই নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। কবিতা লেখা বন্ধ কর এবং আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর।”

তারা বর্তমানে কিছুটা মনোমালিন্যে থাকলেও, তানিয়া জানান যে ভবিষ্যতে তারা একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন।

 




সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে সাবিলা নূরের সাহসী প্রয়াস

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অভিনেত্রী সাবিলা নূর তার সাম্প্রতিক নাটক দূষিত এ শহরে একজন পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন। সমাজের অবহেলিত একটি অংশের জীবনকে তুলে ধরতে গিয়ে তিনি তার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। নাটকটির গল্পে শহরের দূষণ এবং পরিচ্ছন্নতাকর্মীদের চ্যালেঞ্জপূর্ণ জীবনকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাবিলা জানান, এই চরিত্রের জন্য তিনি প্রস্তুতির অংশ হিসেবে কয়েকদিন ধরে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের জীবনযাত্রা, কাজের ধরণ এবং প্রতিদিনের সংগ্রামের ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করেছেন।

এই নাটকে সাবিলাকে দেখা যাবে একজন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর ভূমিকায়, যেখানে তিনি ধুলো-ময়লার মধ্যেও কাজ করে চলেছেন। সাবিলা বলেন, “প্রত্যেকটি চরিত্রই আমার জন্য চ্যালেঞ্জিং, তবে পরিচ্ছন্নতাকর্মীদের জীবনকে পর্দায় বাস্তবিকভাবে তুলে ধরা বেশ কঠিন ছিল। এ ধরনের চরিত্র করতে পেরে আমি গর্বিত।”

নাটকটির চিত্রনাট্য লিখেছেন আহমেদ তাওকীর এবং পরিচালনা করেছেন অনন্য ইমন। এতে সাবিলার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে বলে জানান নির্মাতা।




গুণী অভিনেতা মাসুদ আলী খান আর নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক :: একুশে পদকপ্রাপ্ত শক্তিমান অভিনেতা মাসুদ আলী খান আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর কলাবাগানের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তাকে দেখাশোনার দায়িত্বে থাকা রবিন মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে মাসুদ আলী খানের দাফন কোথায় ও কখন হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বয়সের ভারে তিনি হুইলচেয়ারে নির্ভরশীল ছিলেন এবং বেশিরভাগ সময় ঘরের ভেতরেই কাটাতেন।

মাসুদ আলী খানের জন্ম ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে। ১৯৫২ সালে উচ্চমাধ্যমিক এবং ১৯৫৪ সালে জগন্নাথ কলেজ থেকে বিএ পাস করেন। মঞ্চে অভিনয় দিয়ে শুরু করলেও ১৯৬৪ সালে টেলিভিশনে তার অভিষেক ঘটে নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ দিয়ে। পরে সাদেক খানের ‘নদী ও নারী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। পাঁচ দশকের অভিনয় জীবনে প্রায় ৫০০ নাটকে বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে তিনি অভিনয় করেছেন।

ব্যক্তিজীবনে মাসুদ আলী খান ১৯৫৫ সালে তাহমিনা খানকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি দফতরে কাজ করেছেন এবং ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে অবসর নেন।

 




‘রঙিলা কিতাব’-এর ট্রেইলার দেখে দর্শক বলছে পরীর সেরা কাজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢালিউডের প্রিয় অভিনেত্রী পরীমণির নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর ট্রেইলার সম্প্রতি প্রকাশ পেয়েছে এবং তা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পরীমণি নিজেও এই কাজ নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত, এবং তার প্রচার প্রচারণায় কোনো কমতি রাখছেন না।

ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে কেন পরীমণি এই সিরিজ নিয়ে এত উচ্ছ্বসিত! দর্শকরা প্রশংসা করতে ছাড়ছে না। হইচই বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত ট্রেইলারটির মন্তব্যের ঘরে শুধু ইতিবাচক প্রতিক্রিয়া। দর্শকরা বলছেন, এটি পরীর এ পর্যন্ত করা সেরা কাজ।

‘রঙিলা কিতাব’-এ পরী অভিনয় করছেন একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে, যিনি একজন পাতি গুণ্ডার স্ত্রী। চরিত্রটি গ্ল্যামারহীন হলেও, পরী তার অভিনয়ের মাধ্যমে তা প্রাণবন্ত করে তুলতে সক্ষম হয়েছেন। ব্যক্তিজীবনে দুই সন্তানের মা হিসেবে, তিনি গর্ভবতী নারীর অনুভূতি ফুটিয়ে তুলতে বিশেষভাবে সক্ষম হয়েছেন।

নির্মাতা অনম বিশ্বাসের নির্দেশনায় পরী তার সেরাটা তুলে ধরতে পেরেছেন। দর্শকরা দাবি করছেন, অনমের দক্ষতায় এই কাজ পরীর সেরা হতে চলেছে।

‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজটি কিঙ্কর আহসানের বেস্টসেলার উপন্যাস থেকে নির্মিত। অনম বিশ্বাসের পরিচালনায় সিরিজটিতে সাসপেন্সের পাশাপাশি নানাবিধ গল্প উপস্থাপন করা হয়েছে।

সিরিজে দেখা যাবে, একজন পাতি গুণ্ডা তার গর্ভবতী স্ত্রীর জীবন বিপন্ন করে দেয়। তার পরিবারকে বাঁচাতে স্ত্রী কি সংগ্রাম করে, তা তুলে ধরা হবে। পরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, যিনি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন। খল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, এবং সিরিজটিতে আরও দেখা যাবে ইরেশ যাকের, মনোজ প্রমাণিক-এর মতো প্রতিভাবান শিল্পীদের।

সিরিজটিতে সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও কম্পোজার ইমরানের একটি গানও রয়েছে, যা দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।




আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও দর্শকদের সামনে আসতে চলেছে। নির্মাতা কাজল আরেফিন অমি সম্প্রতি নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, নতুন সিজনের জন্য প্রস্তুতি চলছে।

অমি বলেন, “ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ আসছে। তবে এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে এবং কাজ শুরু হয়নি।” নাটকের ভক্তরা নতুন সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু কবে তা আসবে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তিনি।

কবে থেকে দর্শকরা নতুন সিজন দেখতে পাবেন, এমন প্রশ্নের উত্তরে নির্মাতা জানান, “২০২৫ সালেই আবার পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা এবং অন্তরাদের গল্প।”

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটি ২০১৭ সালে প্রথম প্রকাশিত হয় এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। এর চারটি সিজন সম্প্রচারিত হয়েছে, সর্বশেষ ২০২২ সালে ১১৬তম পর্বের মাধ্যমে সিজন ৪ শেষ হয়।

নির্মাতা অমি সিজন ফোর থেকে সিজন ফাইভকে আরও উন্নত করতে চান, তাই নানা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন। দর্শকদের আরও ভালো মানের কনটেন্ট উপহার দিতে সবকিছু একত্রিত করে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ প্রকাশ করা হবে। এই অবস্থায় ভক্তদের অপেক্ষা করতে হবে।




ভিউকে ছোট করে দেখার ভ্রান্তি: তৌসিফ মাহবুব

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এক যুগ ধরে ক্যারিয়ারে নিজেকে গড়ে তুলছেন। সম্প্রতি তিনি তাসনিয়া ফারিণের সঙ্গে ‘চক্র’ নামক একটি ওয়েব সিরিজ মুক্তি দিয়েছেন। এ বিষয়ে তৌসিফ বলেন, “সময়ের অনেক পরে সিরিজটি মুক্তি পেল, তবে দর্শক আমাদের কাজ নিয়ে কোনো ভুলত্রুটি খুঁজে পাননি। দর্শকের সাড়া পেয়ে আমি নিশ্চিত হয়েছি যে, আমরা ভালো কিছু করেছি। প্রযোজক দ্বিতীয় সিজন বানাতে চেয়েছেন, যা আমাদের জন্য বড় খবর।”

তৌসিফের নাটকগুলোতে ব্যাপক ভিউ হয়। তার গত ১০টি নাটকের ভিউ ১০ কোটি ছাড়িয়েছে। তিনি বলেন, “ভিউ আসলে আকর্ষণীয় থাম্বনেইল ও নাটকের বিষয়বস্তুর ওপর নির্ভর করে। অনেক নাটকের ভিউ হয়, কিন্তু দর্শক পুরোটা দেখে না। আমার নাটকগুলোতে ভিউ হলেও দর্শক সম্পূর্ণ নাটকটি দেখেন। আমি এটি হেলদি ভিউ হিসেবে দেখি। যখন ‘পুনর্জন্ম’ নাটক ১০ মিলিয়ন ভিউ পেয়েছিল, তখন লক্ষাধিক দর্শক তা একসঙ্গে দেখছিল, যা দারুণ ব্যাপার।”

তিনি আরও বলেন, “সিনেমা বা নাটকের সফলতা টিকিট কাটার পরিমাণের ওপর নির্ভর করে। যার নাটকের ভিউ বেশি, তার জন্য বাজেটও বৃদ্ধি পায়। আমি বড় ক্যানভাসের নাটক করতে চাই, তবে ভিউয়ের প্রয়োজন রয়েছে। যারা ভিউকে ছোট করে দেখেন, তারা সম্ভবত ব্যবসার বিষয়টি বুঝতে পারছেন না।”

বর্তমানে তৌসিফ ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। সিনেমায় কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি কিছুদিন নাটক ও ওটিটি নিয়ে থাকব। যেহেতু দর্শক আমাকে টাকা দিয়ে দেখছেন, তাই চাহিদা তৈরি হয়েছে। তবে সিনেমায় কাজ করার ইচ্ছা রয়েছে। ওটিতে আরও কিছু কাজ আসুক, তারপর দেখি দর্শক কেমন গ্রহণ করে।”




দেবের ভক্তদের জন্য সুখবর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেব এ বছর দুর্গাপূজায় মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘টেক্কা’ নিয়ে ভক্তদের সুখবর দিয়েছেন। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি, দেব বান্ধবী রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে বিদেশ ভ্রমণ শেষ করে দেশে ফিরেছেন।

এদিকে, টালিগঞ্জ ছেড়ে অভিনেতা দেব মুম্বাইতে পাড়ি জমিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘হ্যালো মুম্বাই।’ ছবিতে দেখা যাচ্ছে, দেব তার টিমের সদস্যদের সঙ্গে রয়েছেন, যা নিশ্চিত করছে যে তিনি নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন।

দেব নিজেই জানিয়েছে, তিনি মুম্বাইতে একটি বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করতে এসেছেন। তবে, প্রশ্ন হলো— কি তিনি শুধু বিজ্ঞাপনের জন্য মুম্বাই গেছেন, নাকি নতুন কোনো চলচ্চিত্রের জন্যও বলিউডে পা রাখছেন?

এখনও পর্যন্ত রুক্মিণী মৈত্র ইতিমধ্যে বলিউডে তার প্রথম কাজ সম্পন্ন করেছেন। তাহলে কি এবার দেবের পালা? দেব নিজে মায়ানগরীতে ছোটবেলায় কাটিয়েছেন এবং সেখানে তার পরিবারকেও কাজ করতে দেখা গেছে। তাই বলিপাড়ায় তার অভিজ্ঞতা নতুন নয়। তবে টলিউডের পাশাপাশি কি দেব বলিউডেও কাজ করবেন, সেটি সময়ই বলবে।

এখন আপাতত বিজ্ঞাপনের শুটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।




বিশ্ব তারকাদের সেরা তালিকায় বাংলাদেশের মেহজাবীন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছেন আন্তর্জাতিক স্তরে। ছোট পর্দায় দীর্ঘ সময়ের সাফল্যের পর বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন মেহজাবীন, অভিনয় করেছেন মাকসুদ হোসেনের পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে। তার এই কাজ শুধু দেশে নয়, বিদেশেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সম্প্রতি ‘সাবা’ নিয়ে কানাডার টরেন্টো ও কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন, যা তার জন্য ছিল এক অসাধারণ অর্জন। উৎসব থেকে ফিরে গণমাধ্যমে তিনি এই অভিজ্ঞতা ভাগ করে বলেন, “আন্তর্জাতিক উৎসবে দেশের প্রতিনিধিত্ব করতে পারা অনেক সম্মানের। এটি আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।”

এছাড়াও ফেসবুকের সক্রিয় ভক্তসংখ্যার তালিকায় বিশ্বসেরা ২৫ তারকার মধ্যে ২৪তম স্থান দখল করে এক নতুন মাইলফলক অর্জন করেছেন তিনি। এই তালিকায় তার সন্নিকটে রয়েছেন হলিউডের হিউ জ্যাকম্যান, ডোয়াইন জনসন এবং বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। মেহজাবীন বলেন, “এটা অনেক বড় পাওয়া। এই অর্জনের নেপথ্যে আমার ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন রয়েছে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।”