অভিনেত্রী তাসনুভা তিশার ফেসবুক লাইভে আপত্তিকর ভিডিও অভিযোগ
জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি ফেসবুক লাইভে এসে একটি আপত্তিকর ভিডিও নিয়ে কান্নায় ভেঙে পড়েন। তার অভিযোগ, শুটিং সেটে লুকিয়ে তার আপত্তিকর মুহূর্ত ধারণ করা হয়েছে এবং তা ‘কাউসার কিংডম’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
তাসনুভা তিশা জানান, সম্প্রতি নবাবগঞ্জে শুটিং চলাকালীন এক যুবক, যিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন, লুকিয়ে ভিডিও ধারণ করেন। তিনি বলেন, “আমি খোলা মাঠে শুটিং করছিলাম। ভেবেছিলাম সাংবাদিক ভাইয়েরাই আছেন। কিন্তু সেই ব্যক্তি লুকিয়ে ভিডিও ধারণ করে পেজে আপলোড করেন।” আপলোড হওয়া ভিডিওটি ২.১ মিলিয়ন ভিউ অতিক্রম করে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম কাউসার। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শুটিং স্পটে ঢুকে এ ধরনের কর্মকাণ্ড চালান। তাসনুভা তিশা আরও জানান, শুধু তার নয়, সারিকা সাবাহ, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি এবং কুসুম শিকদারের মতো অভিনেত্রীদেরও ভিডিও একই পেজে পোস্ট করা হয়েছে।
তাসনুভা তিশা স্পষ্ট জানান, “এই ব্যক্তির বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে চাই। তিনি যেন কোনো শুটিং স্পট বা মিডিয়ার আশেপাশে না আসতে পারেন। এ ধরনের অপরাধীদের বয়কট করা উচিত।”
তিশা সাংবাদিক এবং কলাকুশলীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের ঘটনার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। সাংবাদিকতার নামে অপরাধমূলক কর্মকাণ্ড কখনোই বরদাশত করা যাবে না।”
এই ঘটনাটি অভিনেত্রীদের নিরাপত্তা এবং শুটিং স্পটের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বকে আবারও সামনে এনেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এমন অপরাধ দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম