গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজার চালু

পটুয়াখালীর গলাচিপায় সরাসরি কৃষকদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে টোল ও খাজনা ফ্রি সবজি বাজার চালু হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় অফিসার্স ক্লাব মাঠে এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মিজানুর রহমান বলেন, “বর্তমানে সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই বাজারের মাধ্যমে কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। কোনো খাজনা বা টোল দিতে হবে না। এতে ভোক্তারা কম দামে পণ্য কিনতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সোনালী ব্যাংকের ম্যানেজার রিপন সাহা, সদর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, এবং স্থানীয় ব্যবসায়ী হাজী মনির হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

বাজার পরিদর্শনকালে ক্রেতারা জানান, বাজারের চেয়ে কম দামে সবজি কিনতে পেরে তারা খুশি। তারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং এটি নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম