ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের আমিরের সতর্কবার্তা: “পরিণতি হবে করুণ”

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “যদি নিজের দলসহ অন্য রাজনৈতিক দলের কেউ এখন ফ্যাসিবাদের মতো আচরণ করে, তাহলে তাঁদের পরিণতি অতীতের ফ্যাসিবাদের চেয়েও করুণ হবে।” আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় তিনি বলেন, “আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তবে ন্যায়বিচারে আমাদের অধিকার রয়েছে। শহীদ পরিবারের সদস্যদের ন্যায়বিচার চাইতে আহ্বান জানান শফিকুর রহমান।”

শফিকুর রহমান আরও বলেন, “আওয়ামী লীগের খুনের বিচার চাই। আমরা চাই আদালত যেন আমাদের ওপর যেভাবে জুলুম হয়েছে, তাঁদের ওপরও সেভাবে ন্যায়বিচার নিশ্চিত করে।” তিনি সরকারি চাকরির জন্য শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।

তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদের থাবায় নিহতদের স্মরণ করেন এবং তাঁদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরাও তাঁদের বক্তব্যে হত্যাকারীদের বিচার চেয়েছেন।




BNP Leaders Injured as Stage Collapses in Sirajganj

Chandradi Desk :: A stage collapse occurred during a BNP unity rally in Sirajganj due to an excessive number of party activists climbing onto it, resulting in injuries to 25-30 party members.

The incident took place at around 5 PM on Thursday (October 17) at the Shahid Shamsuddin Gate area, where the district BNP organized the unity rally. It was reported that there was hardly any space for the activists, leading to a crowded situation.

BNP Standing Committee member and former minister Iqbal Hasan Mahmud Tuku arrived at the rally at around 4 PM, just before the incident, while district and upazila BNP leaders were addressing the crowd.

Tarash Upazila BNP President S M Afsar Ali stated, “After a two-year absence, many activists gathered to catch a glimpse of Tuku Bhai. The stage couldn’t bear the weight of so many people, leading to its collapse, resulting in injuries to about 20-25 of us.”

The stage collapsed during the speech of Amirul Islam Alim, the co-organizational secretary of the Rajshahi Division BNP. At that moment, several leaders were present on the stage, including district BNP Vice President Nazmul Hasan Talukdar Rana, Joint Secretary Rashedul Hasan Ranjan, Tarash Upazila BNP President S M Afsar Ali, and General Secretary Aminur Rahman Tutu.

Among those present on stage were the chief guest Iqbal Hasan Mahmud Tuku, former MP for Sirajganj-2 and district BNP President Romana Mahmud, Vice President Mojibur Rahman Lebu, and General Secretary Saidur Rahman Bacchu, among others.