মেসি-রোনালদো যুগের পর আজ কার হাতে উঠবে ব্যালন ডি’অর
চন্দ্রদ্বীপ ডেস্ক :: একসময় ব্যালন ডি’অর মানেই ছিল মেসি-রোনালদোর রাজত্ব। তবে এবার সেই গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটছে। এবারের বর্ষসেরা পদকের সংক্ষিপ্ত তালিকায় নেই এই দুই তারকা। ব্যালন ডি’অরের আলো এবার ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহ্যাম এবং দানি কারভাহালের দিকে। তবে এই দৌড়ে এগিয়ে রয়েছেন রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
আজ প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর নজর থাকবে সেই একজনের দিকে, যার হাতে উঠবে ফুটবল সেরার সম্মান। ২০২৩-২৪ মৌসুমের সেরা ফুটবলারদের বেছে নিবেন প্রখ্যাত সাংবাদিকরা। বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার, যার মধ্যে রয়েছে: সেরা পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর, সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড, এবং পুরুষ ও নারী বিভাগে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড।
ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে রদ্রিকে। পেপ গার্দিওয়ালা তাকে বিশ্বসেরা মিডফিল্ডারের তকমা দিয়েছেন। ম্যানসিটির হয়ে গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইউরো কাপেও অসাধারণ পারফর্ম করে আলোচনায় এসেছেন তিনি।
এছাড়া, জুড বেলিংহ্যামও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। রিয়ালের হয়ে লা লিগায় ১৯ গোল করার পাশাপাশি তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন। ইউরো কাপে ইংল্যান্ডকে ফাইনালে পৌঁছাতে তার ভূমিকা ছিল অপরিসীম।
আজ রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেতে এই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ী। দেখা যাক, শেষ পর্যন্ত কার হাতে উঠে সেরার পুরস্কার।