শীতের কাপড় ব্যবহারের আগে যা করবেন
দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা নামতেই শীতের অনুভূতি শুরু হচ্ছে। এখনই সময় আলমারি বা বাক্সে রাখা গরম কাপড় বের করার। তবে দীর্ঘদিন ধরে রাখা জামাকাপড় ব্যবহারের আগে পরিষ্কার করার কিছু নিয়ম মেনে চলা জরুরি।
দীর্ঘ সময় বাক্সে রাখা কাপড়ে ধুলা এবং ভ্যাপসা গন্ধ জমে যায়। এসব দূর করতে উলের তৈরি সোয়েটার, মাফলার বা শীতের পোশাক একবার ধুয়ে নেওয়া উচিত। তবে উলের পোশাক ধোয়ার সময় অন্য পোশাকের সঙ্গে মেশাবেন না। শুকানোর সময় চড়া রোদে না দিয়ে হালকা ছায়ায় শুকানো ভালো, নইলে পোশাকের রং মলিন হয়ে যেতে পারে।
বাক্সবন্দি কাঁথা ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করুন। কাঁথা ধোয়ার আগে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। পরে ধুয়ে শুকানোর জন্য কড়া রোদে দিন।
লেপ বা কম্বলও পরিষ্কার রাখতে রোদে মেলে দেওয়া প্রয়োজন। তুলার লেপ বা কাঁথার ক্ষেত্রে প্রতি সপ্তাহে অন্তত একবার কভার বদলে পরিষ্কার করুন। যদি কম্বল তুলার না হয়, তাহলে শ্যাম্পু মিশ্রিত পানিতে ধুয়ে নিলে তা নরম এবং পরিষ্কার থাকবে।
শীতের পোশাক ব্যবহারের আগে এসব নিয়ম মেনে চললে কাপড় দীর্ঘস্থায়ী হবে এবং স্বাস্থ্যকর থাকবে।