বাউফলে এইচটিভি টিকা গ্রহণের পর তিন শিক্ষার্থী অসুস্থ
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে এইচটিভি টিকা গ্রহণের পর বগা ইউনিয়নের বামনিকাঠি কেচি মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ওই শিক্ষার্থীদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ১০৫ জন শিক্ষার্থীর টিকা গ্রহণের পরিকল্পনা ছিল। তবে দুপুর ১২ টার দিকে তিনজন শিক্ষার্থী টিকা নেয়ার পর অসুস্থ হয়ে পড়লে বাকি ২০ জন শিক্ষার্থী আর টিকা গ্রহণ করেননি। পরে অসুস্থ শিক্ষার্থীদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, “টিকার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হননি। মূলত তারা আতঙ্কে অসুস্থ হয়েছেন। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।”