দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া সমাধান
দাঁতের ব্যথা সাধারণত যে কোনো বয়সে হঠাৎ করেই দেখা দিতে পারে। এই ব্যথা সামলাতে দ্রুত ব্যবস্থা না নিলে দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটে। কিছু সহজ ও কার্যকর ঘরোয়া পদ্ধতি জানা থাকলে এই সমস্যার সমাধান করা সম্ভব।
দাঁতের ব্যথা থেকে দ্রুত মুক্তি পেতে নিচের উপায়গুলো অনুসরণ করুন:
লবঙ্গ ও অলিভ অয়েল: দুইটি লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। এটি না থাকলে লবঙ্গ চিবিয়ে ব্যথার স্থানে চেপে ধরুন।
রসুনের ব্যবহার: এক কোয়া রসুন থেঁতো করে সামান্য লবণ মিশিয়ে দাঁতে লাগান। ব্যথা বেশি হলে রসুন চিবিয়ে খান।
লবণ ও গোলমরিচ: লবণ এবং গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ দাঁতে লাগিয়ে রাখুন। কয়েকদিন এই পদ্ধতি অনুসরণ করলে ভালো ফলাফল পাবেন।
পেঁয়াজ: এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেয়ে ফেলুন। যদি ঝাঁঝ বেশি মনে হয়, তাহলে পেঁয়াজ দাঁতে চেপে ধরে রাখুন।
হিং ও লেবুর রস: আধা চা চামচ হিং গুঁড়ো ও দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে দাঁতে লাগান। মাত্র দুই মিনিটেই ব্যথা দূর হবে।
লবণ পানি দিয়ে কুলকুচি: এক গ্লাস গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করুন। এটি দাঁত, মাড়ি ও গলার ব্যথা দূর করতে কার্যকর।
পেয়ারা পাতা: দুটি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাওয়ালা দাঁতে চেপে রাখুন। দ্রুত আরাম পাবেন।
ভ্যানিলা এক্সট্রাক্ট: তুলায় কয়েক ফোঁটা ভ্যানিলা এক্সট্রাক্ট নিয়ে ব্যথার স্থানে চেপে ধরুন।
দূর্বা ঘাসের রস: দাঁতের ব্যথা কমাতে দূর্বা ঘাসের রস খুব উপকারী। এটি দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
বরফ ব্যবহার: কোনো উপকরণ না থাকলে বরফ এক টুকরা তুলা বা কাপড়ে মুড়ে দাঁতে চেপে ধরুন। এটি দ্রুত ব্যথা কমাতে সাহায্য করবে।
পরামর্শ: এই ঘরোয়া পদ্ধতিগুলো সাময়িক স্বস্তি দেবে। তবে সমস্যাটি দীর্ঘস্থায়ী হলে দেরি না করে ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন।