বডি শেমিং নিয়ে আবেগপ্রবণ কেট উইন্সলেট

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট বডি শেমিংয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি একটি টক-শোতে অংশ নিয়ে তিনি ২২ বছর বয়সে ঘটে যাওয়া এই অপমানজনক ঘটনার স্মৃতিচারণা করেন। তার বক্তব্যের সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

১৯৯৮ সালে ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে কেট উইন্সলেটকে লক্ষ্য করে এক সাক্ষাৎকার গ্রহণকারী মন্তব্য করেন, “এ পোশাকে শরীর গলে পড়ছে। আপনার আরো বড় সাইজের পোশাক পরা উচিত ছিল।” এই মন্তব্য শুনে মর্মাহত কেট বলেন, “তারা কী ধরনের মানুষ, যারা একজন তরুণ অভিনেত্রীর শরীর নিয়ে এমন সমালোচনা করতে পারে?”

কেট জানান, সেই সময় এ ধরনের অপমানের শিকার তিনি নিয়মিত হতেন। তবে সেগুলো প্রকাশ্যে আনতে তিনি দ্বিধাবোধ করতেন। এখন সেই স্মৃতি মনে করে তিনি বলেন, “আমি এসব সহ্য করেছিলাম এবং মনে মনে বলতাম, এদের জন্যও একদিন এমন কিছু ঘটবে। এটি ছিল আমার জীবনের অন্যতম ভয়ংকর অভিজ্ঞতা।”

কেট উইন্সলেটের ক্যারিয়ার বড় মাত্রায় পরিবর্তিত হয় জেমস ক্যামেরনের পরিচালিত ব্লকবাস্টার সিনেমা টাইটানিক-এ অভিনয়ের পর। সেখানে তিনি রোজ চরিত্রে এবং লিওনার্দো ডিক্যাপ্রিও জ্যাক চরিত্রে অভিনয় করেন। বাস্তব জীবনের বডি শেমিংয়ের পাশাপাশি, এই সিনেমাটি তাকে তার প্রতিভার স্বীকৃতি এনে দেয়।

‘টাইটানিক’ শুধু একটি সিনেমা নয়; এটি ভালোবাসা, আত্মত্যাগ, এবং মানবিক সংকটের একটি চিরন্তন গল্প। সিনেমাটি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় হয়।

কেটের বক্তব্য তার ভক্তদের মনে গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেছেন, “আমার অভিনয়ের শিক্ষক বলতেন, ‘তোমাকে মোটা মেয়ে হিসেবে পরিচিত হতে হবে।’ আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, চুপচাপ কাজ করে প্রমাণ করব যে আমি অন্য রকম কিছু করতে পারি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম