দেশে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গত দুই মাসে প্রবাসীরা আগের চেয়ে বেশি রেমিট্যান্স পাঠানোয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বাড়ছে। তবে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) এখনও ১৫ বিলিয়ন ডলারের নিচেই রয়েছে।

২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সর্বোচ্চ ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন) ছিল। তবে বর্তমানে এই সঞ্চয় কমে এলেও সাম্প্রতিক তথ্য অনুযায়ী রিজার্ভ সামান্য বেড়েছে। চলতি বছরের অক্টোবর মাসের ৮ তারিখ পর্যন্ত গ্রস (মোট) রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। আইএমএফ-এর হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ১৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার, যা ২ অক্টোবরের তুলনায় সামান্য বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের আরেকটি নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) হিসাব আছে, যা শুধু আইএমএফের কাছে প্রকাশ করা হয়। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যয়যোগ্য রিজার্ভ ছিল ১৪ দশমিক ৭১ বিলিয়ন ডলার, যা দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব নয়। তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।