চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একত্রিত হয় বিক্ষোভ সমাবেশে।

সমাবেশে শিক্ষার্থীরা “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই” এবং “সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না” সহ বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানায়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মো. জায়েদ বলেন, “ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

অপর শিক্ষার্থী হাফেজ ফরিদুল ইসলাম বলেন, “ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। এরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।”

এছাড়া, বরিশালের বাবুগঞ্জে অবস্থিত পবিপ্রবির বহিঃস্থ ক্যাম্পাসেও শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে মশাল মিছিল: ইসকন নিষিদ্ধের দাবি সাধারণ শিক্ষার্থীদের

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

এছাড়া, একই দাবিতে পটুয়াখালী মেডিক্যাল কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আলাদা মিছিল করে। এসব মিছিল থেকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তা নিষিদ্ধ করার জোরালো দাবি জানানো হয়।

বিক্ষোভকারীরা চিৎকার করে বলেন, “ইসকন সন্ত্রাসী সংগঠন, অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।” শিক্ষার্থীদের এমন প্রতিবাদে শহরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম