তিন দিনব্যাপী চরমোনাই মাহফিল শেষ আখেরি মোনাজাতে
চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিল শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। মাহফিলের শেষ অধিবেশন পরিচালনা করেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি আখেরি বয়ানে বলেন, “মানুষ আজ আল্লাহর নির্দেশনা থেকে সরে গিয়ে নাফরমানির দিকে ঝুঁকে পড়ছে। এমনকি মৃত্যুর পরে মাফ না পাওয়া পর্যন্ত মানুষের আত্মাকে পশুর মতো মনে করা উচিত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহভীতি তথা তাকওয়ার চর্চা অত্যন্ত জরুরি।”
পীর সাহেব আরও বলেন, “নিজেকে ছোট মনে করে অহংকার ও হিংসা পরিত্যাগ করতে হবে। সকাল-বিকাল জিকির, কুরআন তিলাওয়াত এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকা উচিত। পরিবারের মধ্যে দ্বীনের চর্চা চালু করতে হবে। নিয়মিত সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালিমে অংশ নেওয়া উচিত।”
আখেরি মোনাজাতে তিনি ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া এবং বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন। এছাড়াও তিনি মুরিদদের ইসলামী নিয়ম-কানুন মেনে চলার এবং আল্লাহর পথে ফিরে আসার পরামর্শ দেন।
এবারের মাহফিলে চারজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন। চরমোনাই অস্থায়ী হাসপাতালের মাধ্যমে প্রায় দুই হাজার মুসল্লিকে চিকিৎসা দেওয়া হয়। মাহফিল চলাকালে দুই মুসল্লি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাদের জানাজা শেষে মরদেহ নিজ নিজ এলাকায় প্রেরণ করা হয়।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম