চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল
চট্টগ্রামে ইসকনের হামলায় নিহত তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পন্ন হয়েছে। এই জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জানাজা হয়।
জানাজার পর একটি বিশাল মিছিল বের হয়, যা জমিয়াতুল ফালাহ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ।
মিছিলে উপস্থিত ছিলেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদ, সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সহ আরও অনেক নেতৃবৃন্দ।
সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো চট্টগ্রামে শোকের মাতম বইছে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় বাসিন্দারা জানাজায় অংশ নেন। সাইফুল ইসলামের মৃত্যু পুরো আইনজীবী সমাজের জন্য এক বড় ক্ষতি, যা দীর্ঘদিন মনে রাখা হবে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম