পিরোজপুরে সেনাবাহিনীর টহলে ৪ চাঁদাবাজ আটক
চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল চলাকালীন সময়ে মাগুরা বাজার এলাকা থেকে ৪ চাঁদাবাজকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় চাঁদা তোলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে ছারছীনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন এবং জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহীম। সকলেই পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বাসিন্দা।
আটকের সময় চাঁদাবাজদের কাছ থেকে চাঁদা আদায়ের রসিদ ও নগদ ৮ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের জব্দকৃত টাকাসহ নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, সেনা সদস্যদের নিয়মিত টহলের সময় আটককৃত ৪ চাঁদাবাজকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান।