পরকীয়া নিয়ে বিরোধ, স্ত্রীর ওপর নির্যাতন করে বিদ্যুৎ-পানি বিচ্ছিন্নের অভিযোগ পটুয়াখালীতে

পটুয়াখালীর অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিপি) অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে পরকীয়ার কারণে স্ত্রীকে নির্যাতন করে বিদ্যুৎ, পানি এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমা দেবনাথ, তার ৪ বছর বয়সী কন্যাসন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পটুয়াখালীর পিটিআই রোডের এলিট হোমস ভবনের ৫ তলায় বসবাসরত সোমা দেবনাথ জানান, “সম্প্রতি আমার স্বামী আমাকে জানিয়েছেন যে তিনি আরেকটি বিয়ে করেছেন। এর পর থেকেই আমাদের সংসারে অশান্তি শুরু হয়। গত ৩০ অক্টোবর থেকে বাসার গ্যাস ও পানির সংযোগ বন্ধ করে দেয়, এবং ৪ নভেম্বর বিদ্যুৎ লাইনও কেটে দেয়। এখন আমার ছোট্ট সন্তান নিয়ে অন্ধকার ঘরে কোনো রকমে দিন কাটাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমার স্বামী দুলাল চন্দ্র দেবনাথ একজন মহিলা আইনজীবীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে আমাকে ও আমার সন্তানকে তাড়ানোর চেষ্টা করছেন। তিনি বাজার-সদাই পর্যন্ত বন্ধ করে দিয়েছেন, আমাদের অবস্থা খুবই করুণ।”

অভিযোগের বিষয়ে দুলাল চন্দ্র দেবনাথ জানান, “আমার প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পর আমি সোমাকে বিয়ে করি। কিন্তু সে আমার আগের পক্ষের সন্তানকে নির্যাতন করত এবং অন্য একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিল। তাই ক্ষিপ্ত হয়ে আমি এই পদক্ষেপ নিয়েছি।”

এদিকে, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন জানান, “সোমা দেবনাথের পক্ষ থেকে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে দুলাল চন্দ্র দেবনাথকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা উভয় পক্ষকে ডেকে সুষ্ঠু সমাধানের চেষ্টা করব।”

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে দুলাল চন্দ্র দেবনাথ তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে আসছেন। তাদের অভিযোগ অনুযায়ী, প্রথমে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে পৌঁছায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ ইমতিয়াজ জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত রয়েছি। ভুক্তভোগী পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ঘরে আগুন দিয়ে নিজেই ফেঁসে গেলেন

কলাপাড়ায় বিরোধীয় জমি নিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ঘরে আগুন দিয়ে নিজেই বিপদে পড়লেন মো. হেলাল খান ও তার সঙ্গীরা। সোমবার সন্ধ্যায় কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারের পূর্ব পাশে কলাউপাড়ায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিপক্ষ সুজন মৃধার ভাড়া করা বসত ঘরে আগুন লাগানোর চেষ্টা করে অভিযুক্তরা। আগুন লাগানোর সময় স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়ে যায় তারা। এতে দুটি টিনের ঘর পুড়ে যায় এবং একটি ঘরের টিনের বেড়া রামদা দিয়ে কুপিয়ে ভাঙচুর করা হয়।

ঘটনাটি ঘটেছে এমন সময়, সুজন মৃধার ভাড়াটিয়া লিটন প্যাদা এবং তার পরিবার ঘরটি থেকে বের হয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্থানীয় চৌকিদার রাজিব, নুরুজ্জামাল, মেম্বার কাওসার তালুকদার এবং রবিউল হাওলাদার এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় অভিযুক্তরা পালিয়ে যায়। তবে মো. হেলাল খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, বিরোধীয় জমি তিনি ক্রয় করেছেন। এ ঘটনায় সুজন মৃধা বাদি হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দুমকিতে ইলিশ শিকারের বাঁধা দেয়ায় প্রশাসনের ওপর হামলা, ১৮ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি :: দুমকির পায়রা নদীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় প্রশাসনের ওপর হামলার অভিযোগে ১৮ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকায় মা ইলিশ শিকারের সময় উপজেলা টাস্ক ফোর্সের নিয়মিত অভিযানে দুই জেলেকে আটক করায় ক্ষিপ্ত হয়ে বাকেরগঞ্জের দুধল মৌ এলাকা থেকে ট্রলারযোগে প্রায় অর্ধশত নারী-পুরুষ প্রশাসনের ওপর হামলা করে।

আটককৃত ১৮ জনের মধ্যে রয়েছেন হৃদয় হাওলাদার (২৩), সাবু হাওলাদার (২০), শাওন হাওলাদার (২০), ইমাম নকীব (২৭), হাফিজুল ইসলাম (১৮), মো. নাসির হাওলাদার (৫২), সৈয়দ ফাহাজুল হাওলাদার (৩৯), মো. রিয়াজ হাওলাদার (৩৩), হালিম গাজী (৫৫), সিয়াম আহমেদ (২৮), শাওন নকিব (১৯), মো. রিজন হাওলাদার (১৮), জহিরুল ইসলাম (১৮), ও মো. রনি হাওলাদার (৩০)।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ জন জেলেকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন, তবে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে মুক্তি পায়। এসময় ইঞ্জিল চালিত একটি ট্রলারও জব্দ করা হয়।

পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, আংগারিয়া ইউনিয়নে ইলিশ শিকারের সময় আটককৃত জেলেদের দুমকি থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, এ পর্যন্ত টাস্ক ফোর্সের অভিযানে মোট ১৬ জন জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে।

 




বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ::পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে মো. হেলাল গাজী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হেলাল গাজী উপজেলার কারখানা গ্রামের মৃত মো. খালেক গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন হেলাল বেলা সাড়ে ১১টার দিকে তার বড় ভাই মো. রুবেল গাজীর বসতঘর থেকে ছোট ভাই সোহেল গাজীর ঘরে বৈদ্যুতিক তার দিয়ে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজনরা তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।