হজ উপলক্ষে ডলার বিক্রির সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

হজের মৌসুমে বিদেশে গমনের জন্য মানি চেঞ্জারদের নগদ ডলার বিক্রির সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এই নতুন নির্দেশনা দিয়েছে, যা দেশের সব অনুমোদিত ডিলার ও বৈধ মানি চেঞ্জারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে, বিদেশে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকরা এখন থেকে দুই হাজার ডলার পর্যন্ত নগদ ডলার কিনতে পারবেন। এর আগে এই সীমা ছিল এক হাজার ডলার।

বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টে ডলার ব্যবহারের অনুমতি (এন্ডোর্সমেন্ট) নেয়া প্রয়োজন। প্রতি বছর একজন বাংলাদেশি নাগরিক সর্বোচ্চ ১২ হাজার ডলার অথবা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে খরচ করতে পারেন, যা নগদ ডলার এবং কার্ড উভয় মাধ্যমে হতে পারে। এই অনুমোদন দেয় সরকারি-বেসরকারি ব্যাংক ও বৈধ মানি চেঞ্জারগুলো।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে, প্রাপ্তবয়স্ক নাগরিকরা বিদেশে যাওয়ার সময় এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম