জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হেলথকার্ড বিতরণ কার্যক্রম চালু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রথম পর্যায়ে দুই আহত শিক্ষার্থীকে হেলথকার্ড প্রদান করা হয়। তাদের মধ্যে রয়েছেন নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থী ইফাত হোসেন, যিনি পুলিশের গুলিতে এক চোখের দৃষ্টি হারিয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু, যিনি ছাত্র সংগঠনের হামলায় গুরুতর আহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় আহতদের মাঝে হেলথকার্ড বিতরণ করা হবে।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এখানে ১০৭৪ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৩৯ জনের দু’চোখ এবং ৪৫০ জনের এক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৬৫০টি অপারেশন সম্পন্ন হয়েছে, যার মধ্যে রেটিনা সার্জারি এবং অন্যান্য জটিল প্রক্রিয়াও অন্তর্ভুক্ত।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) জানায়, ২১ জন রোগীর হাত বা পা কেটে ফেলতে হয়েছে এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “জুলাইয়ে আহত যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই হেলথকার্ডের মাধ্যমে তারা যেকোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।” তিনি আহতদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মুহাম্মদ ইউনূস কে নিয়ে জিনিউজের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা: প্রেস উইং

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঘিরে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজে প্রকাশিত ‘ডিএনএ এক্সক্লুসিভ: বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ’ প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং তার যাচাইকৃত ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’-এ দেওয়া এক বিবৃতিতে বলেছে, এই প্রতিবেদনটির কোনো বাস্তব ভিত্তি নেই। এটি একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘‘আমরা সুস্পষ্টভাবে গল্পের প্রতিটি বিষয় অস্বীকার করছি। এটি একটি অপপ্রচার, যা বাংলাদেশকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।’’

প্রেস উইং আরও জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর মুহাম্মদ ইউনূস নিজেই ভারতীয় গণমাধ্যমকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। তবে দুঃখজনকভাবে, কিছু শীর্ষ ভারতীয় গণমাধ্যম এ আমন্ত্রণে সাড়া না দিয়ে নামহীন সূত্রের বরাত দিয়ে ভিত্তিহীন গল্প প্রচার চালিয়েছে।

বিবৃতিতে প্রেস উইং স্পষ্ট করে জানিয়েছে, এই ধরণের অপপ্রচার বন্ধ করা উচিত এবং সংবাদমাধ্যমগুলোর উচিত সত্য তথ্য তুলে ধরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম