বিজয় দিবসের কনসার্টে অনেক শিল্পীর অনুপস্থিতি নিয়ে প্রিন্স মাহমুদের আক্ষেপ
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হতে যাচ্ছে ‘সার্বজনীন কনসার্ট’। সেখানে দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ডরা অংশ নেবে। তবে কনসার্টের তালিকায় জুলাই আন্দোলনে সক্রিয় শিল্পীদের অনেকের নাম না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন বিখ্যাত গীতিকার প্রিন্স মাহমুদ।
‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এই কনসার্টের ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা এবং নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করাই মূল লক্ষ্য। এছাড়া ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তির আহ্বানও জানানো হবে।
কনসার্টের অংশগ্রহণকারী শিল্পী ও ব্যান্ড
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এছাড়াও নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেন, অ্যাভয়েড রাফা এবং সোনার বাংলা সার্কাস পরিবেশনায় অংশ নেবে।
প্রিন্স মাহমুদের পোস্ট
বুধবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ কনসার্টের শিল্পীদের তালিকা নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি লেখেন, “‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে যারা পুরো জুলাই, এমনকি আগস্ট ৩-এ রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে মিছিলে ছিল, এমন অনেকের নাম দেখলাম না।”
তিনি আভাস ব্যান্ডের তানজীর তুহিন, লেমনেডের লিমন, সিনা হাসান, আরমিন মুসা, আহমেদ হাসান সানি, মেকানিকস, কাকতাল, সাবরিনা সাবা, ইমন চৌধুরীসহ আরও কয়েকজনের অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করেন। তার স্ট্যাটাসে ভক্তরাও সমর্থন জানান এবং তাদের প্রিয় শিল্পীদের কনসার্টে অন্তর্ভুক্তির আহ্বান করেন।
কনসার্ট ঘিরে প্রত্যাশা
এই আয়োজন নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই কিছু বিতর্কও সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন, বিজয় দিবস উপলক্ষে এই কনসার্ট দেশের সংগীত ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম