শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালুর আহ্বান মাওলানা শামসুল ইসলামের
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করার জন্য আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম। তিনি বলেন, দেশের শ্রমিক সমাজ ও মেহনতি মানুষ আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম অংশীদার।
শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তর আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা শামসুল ইসলাম বলেন, দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাই সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে শ্রমজীবীদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র-জনতার যুগপৎ আন্দোলন ও বিজয়ের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। এ জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে দেশ ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবল থেকে মুক্তি পায়।
তিনি আরও বলেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী শ্রমনীতি চালু না থাকায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং তাদের গুরুত্ব যথাযথভাবে মূল্যায়িত হওয়া উচিত। তিনি শ্রমিকদের এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।